পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

概

  • - مسلم

o o

  • ","

o лигу. झामद्व में - Božo oi ಧ್ಧಿ - للام- تحت

്i് à リー学ー。
  • * or”

I - o .ே.. - o o o - o \ п -----" " - rti - - - - --- ভারতবর্ষ আলেক সনাদে লেল জ ==াত্ৰ৷ ইউরোপের একখানি মানচিত্র খুললে দেখিতে পাইবে যে, দfক্ষণপূর্ব কোণে এক উপদ্বীপ আছে, তাহার নাম এীস । প্রাচ নকালে যখন ইংল্যাণ্ড, জাম্মানী প্রভৃতি দেশের লোকের সভ্যতার কিছুই জানিত না, তখন গ্রীস্দেশের লোকেরাই ইউরোপে সপবাপেক্ষা সমৃদ্ধ ও উন্নত fচল । বৰ্ত্তমান ইউরোপীয় সভ্যতায় গ্ৰীকৃপ্রভাব খুব বেশী। এই গ্রীসের অন্তর্গত মাকেদোনিয়া (Makedonia al Macedonia) at“ দেশে খৃষ্টপুৰ্ব্ব ৩৫৬ অব্দে আলেক্সান্দের (Alexander) নামে এক মহাবীর জন্মগ্রহণ করেন । ই হার পিতা ছিলেন মাকেদোনিয়ার রাজা ফিলিপ, । বাল্যকালে প্রসিদ্ধ গ্রীক দর্শনকি আরিস্তু হল (Aristotle) ইহাৰ শিক্ষার জন্য নিযুক্ত হন । লেখাপড়ায় খুব উন্নতি না হইলে ও কৈশোর হইতেই আলেক্সান্দারের বীরত্ব লক্ষিত হয়। ইহার: বয়স যখন কুড়ি বৎসর, তখন ইহার পিতাকে কেহ ইত্যা করে এবং ইনি সৈনিক দের সাহায্যে সিংহাসনে-আরোহণ করেন । রাজা হইবার মাত্র দুই বৎসর পরে খৃষ্ট পূর্ব ৩৩৪ অব্দে বাইশ বৎসরের যুবক 1– ---

  • strararrerasræszasze Agstg:Exmf:

আলেক্সান্দের বিজয়-অভিযানে বাহির হইলেন । "ত্রিশ-চল্লিশ হাজার সৈন্য লইয়া তিনি সমুদ্র - পার হইয়া এশিয়া-মাইনর নামক দেশে উপস্থিত হইলেন এবং সেখানকার গ্রীক সতরগুলিকে মুক্ত করিয়া দিলেন। সেখান হইতে তিনি সিরিয়া (Syria) ও ফিনিসিয়া (Phoenicia) দেশের দিকে অগ্রসর হইলেন । এই সকল দেশ সে সময় দারয়কুষ, (গ্ৰীক’ Darius) নামক পারস্ত সমাটের অধীন ছিল । সম্রাট ভীত হইয়া সাম্রাজ্যের অনেকখানি অংশ আলেকসান্দেরকে ছাড়িয়া দিতে:প্রস্থত হইলেন । কিন্তু আলেক্সান্দের অল্পে সন্তুষ্ট হইবার লোক ছিলেন না ; তিনি কোনও প্রস্তাবে সম্মত না হইয় অগ্রসব হইতে লাগিলেন । ফিনিশিয়ার টায়ার (Tyre) : - নামক স্থান জয় করিতে গ্ৰীকৃগণকে বিস্তুর কষ্ট পাইতে হইয়াছিল। এখানকার অধিবাসিগণ দহরের ফটক বন্ধ করিয়া দেওয়াতে আলেকসান্দারকে সহরের বাহিরে প্রায় সাত মাস অপেক্ষা করিতে হইয়াছিল। অবশেষে গ্ৰীকৃগণ সহরে প্রবেশ করিয়া নির্দয়ভাবে অধিবাসীদিগকে হত্যা করিতে লাগিল এবং