পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBBHHBJBTT BTSASDKBBSBBS দিয়াই আলেকসান্দের ফিরিতে করিলেন। পথে তিনি শিবি (Siboi), ক্ষুদ্রক (Oxydrakai) প্রভৃতি ছোট ছোট গণরাজ্য জয় করিয়া মালব (Malloi) নামে একটি গণরাজ্য আক্রমণ করিলেন। নালবগণ তখন যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত ছিল না ; আলেকসান্দের হঠাৎ তাহাদিগকে আক্রমণ করিয়া বহু সহস্ৰ লোককে নিষ্ঠুরভাবে হত্যা করিলেন এবং অনেককে বন্দী করিলেন। পরে সিন্ধুনদ ধরিয়া দক্ষিণে অগ্রসর হইবার পথে শাশ্ব (Sambos)মূষিক, (Mousikenos) প্রভৃতি রাজ্য জয় করিতে করিতে সমুদ্রতীরে উপস্থিত হইলেন । সেখানে তিনি জাহাজে করিয়া একদল সৈন্তাকে সমুদ্রপথে পাঠাইয়া দিলেন এবং বাকী সৈন্য লইয়া স্বয়ং বেলুচিস্তান ও পারস্তের মধ্য দিয়া বাবিলন নগরে উপস্থিত আলেক সান্দেরের মুদা সেখানে অতিরিক্ত মদ্যপানের ফলে তাহার অস্থখ হয় এবং গষ্টপুর্ব ৩২৩ অব্দে জুনমাসে মাত্র ৩৩ বৎসর বয়সে তাহার মৃত্যু হয় । আলেকসান্দের যে বীর ছিলেন তাহাতে হইলেন । সন্দেহ নাই। গ্রীস হইতে পাঞ্জাব পর্যন্ত সকল দেশ পরাজিত করিয়া এত বড় সাম্রাজ্যস্থষ্টি এ পর্য্যন্ত আর কেহই করেন নাই। বহুবার তিনি সকল উপদেশ অগ্রাহ করিয়া বিপদের মধ্যে প্রবেশ করিয়াছিলেন। প্রাচীন ও আধুনিক সকল ঐতিহাসিকই তাহার অজস্র প্রশংসা করিয়াছেন, র্তাহার পাঞ্জাব-জয়ে বিশেষ কোনও কৃতিত্ব নাই ; কারণ পাঞ্জাবে ঐ সময় কোনও বড়রাজ্য ছিল না। মগধ সম্রাটের সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করিতে পরিলেই তাহার ভারত-জয় গরিমাময় হইত। কিন্তু তাহার সৈন্যদল মগধরাজ্যের বিরাট বাহিনীর সম্মুখীন হইতে অসম্মত হওয়ায় তিনি ফিরিয়া যাইতে বাধ্য হইলেন। ইউরোপে আলেকসান্দেরের নাম অতি অাদরের সামগ্ৰী। প্রাচীনকাল হইতে তাহার নামে অনেক কাহিনী. কবিতা ও ইতিহাস রচিত হইয়াছে । কিন্তু প্রাচ্যের লোকে তাহাব বিজয়-অভিমান একেবারে ভুলিয়া গিযাছে। পারস্যে তিনি মাত্র ধৰ্ম্ম গ্রন্থ-দাহী রূপে পরিচিত ছিলেন । ভারতবর্ষের কোনও গ্রন্থে বা গল্পে তাহার নামগন্ধ ও নাই । ইহার কারণ এই মে, তাহার সামাজ্য একেবারেই স্থায়ী ছিল না। এমন কি, তাহাৰ মৃত্যুর পূৰ্ব্বেই পাঞ্জাব তাহার হস্তচু্যত হয়। আলেকসান্দেবের যুগে ভারতবাসীরা গ্ৰীক দের নিকট হইতে কিছুই শেখে নাই । আলেক সন্দেরের অভিযান নিষ্ঠব ঘটনাবলীতে পরিপূর্ণ। তিনি তাহার গতিতে বিন্দুমাত্র বাধা সহ্য করিতে পারিতেন না ; এই জন্য যে দেশ তাঙ্গকে বিনাযুদ্ধে পথ ছাড়িয়া দিত, তাহীদের তিনি কোনও অপকার করিতেন না। কিন্তু যে সকল দেশ তাহার সহিত যুদ্ধ করিতে সাহস করিত, তাহীদের আর রক্ষা ছিল না। নগর পোড়াইয়া দেওয়া, তাধিবাসীদেব বন্দী করা, দাসরূপে বিক্রয় করা, বালবৃদ্ধবনিতানির্বির্বশেষে লোক হত্যা করা, এই সকল কাহিনীতে র্তাহার বিজয়-যাত্রার বিবরণ পরিপূর্ণ। ভারতবাসীদের দুর্ভাগ্য যে এরূপ নিষ্ঠুর বিজেতৃগণের হস্তে তাহাদের বার বার পড়িতে হইয়াছে। Հ: Ծ Հ)