পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভাল্লাভী কোনো কথা না বলে বাপেৰ হাত থেকে মাটি খুড়বার যন্ত্রটি নিয়ে পাশেই আর একটা গৰ্ত্ত কবতে do | | .سیسمسد T -o I | .ليMEلات /*RI - RAM," Wi-سن F. 雌 屿 | চিত্র ৯-জানাল দিয়ে হাসিমুখে দেখতে লাগলো আরম্ভ করলে। বাপ যখন জিজ্ঞাসা করলে, “তুমি গৰ্ত্ত কেন কৰছ ?” (চিত্র—৫) তখন বললে, “বাব। চিত্র ৬—এমন সময় দেখতে পেলে সে তিনজনেই ফিরে আস্চে তোমাব দেখে শিখছি । আমার বাপ যখন পুডে। হবেন, তখন তাকে এই গর্বের মধ্যে পুতে রাগৰ ।" একথা শুনে বশিষ্ঠকের চেতন হ’ল ; やこ* -- ছেলের ব্যবহারে দুঃখও যে একটু না হ’ল তা নয়। বল্লে, “বাছা তুমি জামায় উপযুক্ত রকমে তিবস্কার করেছ বটে ! কিন্তু আমি তোমার বাপ, সবার চেয়ে তোমার আপন, আমাকে তুমি এমনি নিষ্ঠুরের মত কথা বলতে পাবলে ?” তখন সেই জ্ঞানী ছেলেটি বাপকে বুঝিয়ে বলতে লাগল, “বাবা আমি নিষ্ঠুব নই! তুমি যে পাপ করতে যাচ্ছিলে, তা একবার কৰা হয়ে গেলে জার ফেরবার পথ থাৰুত না। তাই বন্ধুর মতই আমি তোমায় এই পাপ কাজ থেকে নিবৃত্ত করেছি। নিৰ্দ্দোযী বাপ-মাৰে যে অনৰ্থক ব্যথা দেয়, মৃত্যুব পরে সে নরক ভোগ করে। বাপ-মাকে শ্রদ্ধ৷ ৪ সম্মান করলে মৃত্যুর পরে স্বৰ্গলাভ নিশ্চিত। । এই সব কথা শুনে বশিষ্ঠক নিজের দুৰ্ব্বদ্ধির কথা মনে করে বড় লজ্জিত হ’ল । বললে “বাবা, তোমাব মার বুদ্ধিতেই আমি এ রকম খারাপ কাজ করতে যাচ্ছিলাম।" ছেলে বলে, “বাবা, মাব পরামশেই তুমি এমন খাবাপ কাজ করতে প্রবৃত্ত হয়েছিলে । যেদিন মা তোমার সঙ্গে এ বিষধে পৰামর্শ করছিলেন আমি দোবের আড়ালে থেকে তার সব শুনেছিলাম। যাই হোক ভগবানের কুপায় তোমাব চৈতন্য ফিবিয়ে এনে তোমাকে চিত্র ৮–মাকে দুঃখ দিয়ে কিছু শিক্ষা দিতে হবে অপকৰ্ম্ম হতে রক্ষা করতে পেবেছি ! এখন বাবা, মাকে এমনভাবে শিক্ষা দিতে হবে যেন ভবিষ্যতে তিনি এ বকম কাজ কখনো না করেন। নয়তো -