পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Şकद्वा? |[NWolff বেদের কথা ঋগ্বেদ সংহিতার মন্ত্র (১) অগ্নিস্তুতি (১ম মণ্ডল। ১ম সূক্ত) ১। যজ্ঞের আহবানকারী দেল পুরোহিত অগ্নির স্তুতি করি, যিনি সকল সম্পদের শ্রেষ্ঠ দাতা । ২ । প্রাচীনকালেৰ ঋষির অগ্নির স্তুতি করিতেন, আধুনিক ঋষিরাও র্তাহার স্তব করেন, তিনি অন্ত দেবতাগণকে এই যজ্ঞে আহবান করিয়া আমুন। ৩। অগ্নির কৃপায় মানুষ প্রত্যহ ধন এবং যশ ও পুত্রের সহিত সমৃদ্ধি পাইতে পারে । ৪। হে অগ্নি, আপনি যে যজ্ঞে বা পূজায় চারিদিকে ব্যাপিয়া থাকেন, সে যজ্ঞ দেবতাদেব নিকট পৌঁছায়। ৫ । অগ্নি দেবতাদের আহবানকারী এবং তিনি অতিশয় জ্ঞানী ; তিনি সত্য এবং তাহার সৰ্ব্বাপেক্ষা বিচিত্র যশ । এই দেব অগ্নি অন্য দেবতাদের লইয়া এই যজ্ঞে আগমন করুন। ৬। হে অগ্নি, আপনি আপনার উদ্দেশ্যে যজ্ঞকারীদের যে কল্যাণ করিতে চাহেন; হে দেবদূত, তাহা আপনিই সতা কবিতে পারেন । ৭৮ । হে অন্ধকাব-নিবারক অগ্নি, আমলা মনে ভক্তিব উপহার লইয়া প্রত্যত আপনাব নিকটে আসি, যেহেতু আপনি যজ্ঞের রাজা ও ধর্শ্বের দীপ্তিমান রক্ষকরূপে নিজ কুণ্ডে বুদ্ধি পাইতেছেন। ৯। হে অগ্নি, পিতার নিকটে পুত্ৰ যেমন অনায়াসে যাইতে পারে, সেইরূপ আপনার নিকটও যেন আমরা আসঙ্কোচে আসিতে পাবি , আপনি আমাদের কল্যাণের জন্ত আমাদের নিকটে থাকুন। (২) সূর্য্যের স্থতি (১মঃ । ৫ সূঃ) ১। যে সূর্য্যদেব সকল প্রাণীকে জানেন র্তাহার কিবণগুলি তাহাকে উপরে লইয়া আসিতেছে, যাহাতে সকলে তাহাকে দেখিতে পায়। ২। যে সূৰ্য্যদেব সকলকে দেখেন, র্তাহার আগমনে নক্ষত্র এবং কৃষ্ণবর্ণ রাত্রি- . গুলি চোরের মত পলাইয়া যায়।