পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fஅெஆ.அiஒன். উপস্থিত হয় । অস্বরবানিপালের উত্তরাধিকারিরা নিতান্ত অপদার্থ ছিল । তাহীদের না ছিল যোগ্যতা না ছিল সামর্থ্য । কাজেই, এৰুে একে নানা প্রদেশ স্বাধীন হইতে থাকে । এfদকে উত্তর দিক হইতে দলে দলে শ*জাতীয় লোকের। অ্যালিরিয়ায় প্রবেশ করিতে থাকে । তাঁহাদের আক্রমণ প্রতিহত করিতে কাচারও সাধ্যে কুলাইল না । এমন কি, তাহার। কালা সহর পর্য্যস্ত অধিকার করিয়া লুঠপাট করিয়াছিল। এদিকে মীডদের দেশে একটি শক্তি শালী রাজা গড়িয়া উঠিয়াছিল। এই মীডদের রাজা উভক্ষত্র (Kyaxares) ব্যাবিলনের ক্যালডীয় শাসন কত্তা নবু-পাম-উসসর (Nabopolmssnr) * «[<ti নৰপোলাসারেব সঙ্গে যোগ দিয়া নিনেভে আক্ৰমণ করেন (৬০৬) । দুই বৎসর অবরোধের পর নিনেভে আত্মসমপণ করে। অ্যাসিরিয়ার শেষ রাজা সিনসারিস্কন রাজপ্রাসাদে অগ্নিসংযোগ করিয়া প্রাণত্যাগ করেন (৬.৬) । বিজেতারা নিনেভে লুঠপাট করিয়া অংগ্নিসংযোগ করিয়া শহরটিকে ধ্বংস করে। চিরদিনের মত বীর অ্যাসিরীয়জাতি ধরাপুষ্ঠ হইতে লুপ্ত হইল। এখন মনে স্বতঃই এই প্রশ্ন জাগে, এত সত্বর এই বিশাল সাম্রাজ্যের পতন হইল কেন ? কুড়ি বৎসর পূৰ্ব্বেও যে সাম্রাজ্য লোকের প্রাণে ভীতিক সঞ্চার কবিয়াছে, তাহাব অবসান হঠাৎ এই ভাবে হুইল কেন ? আসল কথা এই যে, অ্যাসিরীয় সাম্রাজ্যের পতন প্রকৃতপক্ষে আরম্ভ হইয়াছে অসুরবানিপালেব সময়, কিম্বা তাহাব পুৰ্ব্ব হইতেই অসুরবানিপালকে যে সব যুদ্ধ করিতে হইয়াছে তাহা প্রকৃতপক্ষে তাংরি বিশাল সাম্রাজ্য রক্ষণর জন্যই। ক্রমাগত ২০-৩০ • বৎসরের অবিশ্রাম যুদ্ধ-বিগ্রহের ফলে ক্ষুদ্র অ্যাসিরিয়া দেশের রাজা একটি বিশাল সাম্রাজ্যের অধিপতি হইয়াছিলেন । এই সামাজ্য রক্ষণ করা বিশেষ দুরূহ ব্যাপার ছিল । শক্তিশালী রণকুশল বুদ্ধিমান ԵՓ Ե নৃপতির পক্ষে সম্ভব হইলেও বিলাসী অপদার্থ রাজাদের তাহা ক্ষমতার বাহিরে। অ্যাসিরিয়াতেও হইয়াছিল তাহাই । আরও একটি কথা মনে রাখা দরকার। ক্রমাগত যুদ্ধ করিয়া অ্যাসিরিয়ার যে লোকক্ষয় হইয়াছিল তাছা পূরণ করা অসম্ভব হইয়া পড়িয়ছিল। কাজেই,দেখা যায়, বীর অ্যাসিরীয় যোদ্ধার পরিবৰ্ত্তে সেনাকেরিব এছারছ্যাডন প্রভৃতির সৈন্যবাহিনীতে বিদেশী সেনাই ছিল বেশী। এই সব সৈন্যদের কাছে আসিরীয় সাম্রাজ্যের কোন মূলাই ছিল না, ইহাতে তাহাদের গৌরবও কিছুমাত্র ছিল না। তারপর চতুর্থ টিগেলাথ, পিলেসারের সময় হইতে সামাজ্য রক্ষার যে বন্দোবস্তের প্রচলন হুইয়াছিল, তাহার পরিণামে তাহা হইতে ಛಿ: ফলিয়াছিল। ক্রমাগত বিজিত অধিবাসীদেল অ্যাসিরীয় অথবা সামরাজ্যের অন্যান্য অংশে স্থানান্তরিত করিবার ফলে তাহীদের শূন্য স্থান অনেক সময় অ্যাসিরীয়দের দ্বারা পুর্ণ করিতে হইয়াছে। ২• • বৎসরের উপল এই নীতি অনুসরণের ফলে ক্রমে ক্রমে খাটি বীর অ্যাসিরীয়দের সংখ্যা হ্রাস পাইয়া অবশেষে তাহারা একেবারে ধরাপৃষ্ঠ হইতে বিলুপ্ত হয়। আর এই মিশ্রণের ফলে যে মিশ্রজাতির উদ্ভব হইয়াছিল, শক্তি, সামর্থ ও সাহলে তাহারা মোটেই নির্ভরযোগ্য ছিল না। তা ছাড়া অ্যাসিরীয় সম্রাটের প্রতি তাহদের কোন বন্ধনই ছিল না। আর যে সিংহাসন প্রজাদের ভক্তি ও ভালবাসা ও শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত নয়, তাহার স্থায়িত্ব কতদিন ? যে সাম্রাজ্য গড়িয়া উঠিয়াছে লক্ষ লক্ষ হতভাগোর বক্ষো শোণিতে, যাহার একপ্রান্ত হইতে অন্য প্রান্ত পৰ্য্যস্ত নিৰ্য্যাতিত নরনারীর ক্ৰন্দনরোল আকাশে বাতাসে নিয়ত ধ্বনিত হইয়াছে, যার গৃহে গৃহে , ভগবানের কাছে সমাটের বিরুদ্ধে অভিযোগ য়াছে--সে সাম্রাজ্য যে একদিন আৰ্ত্তের পুঞ্জীভূত তাসের ঘরের মত ভাঙ্গিয়া পড়িবে, তাহ আর আশ্চৰ্য্য কি ?