পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4. - еситсяtя •िथिs-पछान्क्लप्टी পেছনের পা দু'টি ছিল পেশী লম্বা। ইহাদের শরী- ইকৃথিওসোর আকারে বড় কম ছিল না । ইহার আবরণী দিয়। ঢাকা থাকিলেও বিরাট শবীর লইয়া ইহার শত্রুর আক্রমণ হইতে আত্মরক্ষা - - - - - - - দৈর্ঘ্যে হইত প্রায় ৪০ ফিট লম্বা। অতি বড় বড় তীক্ষ দাত, বড় বড় চক্ষু দেখিলে কাহাল না ভয় হইত। ইহার লাতার ইকূথ ও সার দিতে পারিত। ইক্থিওসোর.প্রকৃতপক্ষে কিন্তু সরীস্বপজাতীয় প্রাণী; ইহাদিগকে মাছ বলিয। ভুল করিও না যেন । আচ্ছা, এই সব প্রাণীরা কত দিন পূৰ্ব্বে বঁচিয়া ছিল বল ত ? সে অতি সত্যিকলেব , هه ,ه ه لا-- جة श्टेंtठ २००,०० -o-o: বৎসর আগে। ইংল্লা ও ধখন সমুদ্রেল জলের অতল তলে ডুবিধা ছিল তখন এই সকল প্রাণী আনন্দে সমুদ্রের বুকে বিচলণ কবিত। করিতে পালিত না । মাথার দিকে হাড়ের আবরণী সেকালের গ্নিপটেণ্ডন নামেও এক অদ্ভুত জাতীa এবং লেজের দিকের হাড়েল আবরণী অপেক্ষাকৃত ছোট ছিল। কিন্তু পিঠের উপরের ঐ আববণী ছিল খুব বড় বড়। ইংল্যাণ্ডের সুইনডোন (Swindon) of এ-জাতীয় প্রাণীর কঙ্কাল অনেক পাওয়া গিয়াছে । সেকালের সমুদ্রের মধ্যে যে সকল সরীস্বপ বাস করিত তাছাদের মধ্যে ইকfsz>[fz! Ichthyo-- saur) এবং লম্বা গলাওল লিগিওলোরি (Picsio sauri) নাম করা যাইতে পারে । সেকালে যদি তুমি একখানা ছোট নৌকায় করিয়া সমুদ্রে যাইতে, তাহা হইলে ইহার নৌকাখানা উণ্টাইয়া ফেলিয়া অতি সহজেই তোমার প্রাণনাশ করিতে পারিত। 来→→→→→→→ ই কথিওসোরদের চেয়ে লিসিওসোরি আকারে Գ Գե -- অনেক ছোট ছিল । কিন্তু চওড়ায় ছিল অনেকখানি পড়। অষ্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, গ্রেট ব্রিটেন ও উত্তর