পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তামালেশল্প লেশ-ভালুতলৰ বংশে শাস্তহু নামে এক বাজ হন । ইহ৷ব দুই বাণী, গঙ্গা ও সত্যবতী গঙ্গার পুত্রের নাম ভীষ্ম, ইনি আজীবন অবিবাহিত ছিলেন। সেইজন্য ইহাল কনিষ্ঠ ভ্রাত। সত্যবতীব পুত্র বিচিত্ৰবীৰ্য্য সিংহাসন লাভ কবেন । বিচিত্রবীর্য্যের দুই পুত্র, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু । ধৃতরাষ্ট্রের তুর্যোধন, দুঃশাসন প্রভূতি একশত পত্ৰ ছিলেন, কিন্তু তিনি জন্মান্ধ বলিয়া পাণ্ডু রাজা পাইলেন । পাণ্ডুর পাচ পুত্র, যধিষ্ঠিব, ভীম, অর্জন,নকুল ও সঙ্গদেল । ছোটলেল। *ठेtअठे পুতরাষ্ট্রেল পুত্ৰগণ ও প গুৰ পুত্ৰগণের মধ্যে ঝগড়া হয়। পরে দুই দলেল মধা বাজ্য লইয়। ভীষণ বিরোধ উপস্থিত হয়। অবশেষে এমন হইয় দাড়ায় যে, যুদ্ধ বা তীত বিবাদেৰ সমাধান অসম্ভব হইয়। উঠে। পঞ্জাবে কুরুক্ষেত্র নামক স্থানে ঘাবতল যুদ্ধ হয় তাহার কলে স্থশোধনের দল ধ্বংস হইয়া যায়। মহাভারত নামক মহাকাব্যে এই ঘটনল বিস্তুত বিবরণ পাওয়া যায় । কুরুক্ষেত্র যুদ্ধর পর যুধিষ্ঠির অর্জুনের পৌত্র পবিক্ষিৎকে হস্তিনাপুরের সিংহাসন দিয়া ভাইদের সঙ্গে লইয়। হিমালয়ে প্রস্থান করেন। পুরাণের মতে এই সময় পৃথিবীতে কলিযুগ আৰম্ভ হয়। পরিক্ষিতেব চারপাচ পুরুষ পৰে নিমিচক্র বা নিচক্ষু নামে একজন রাজা চন, ইতর সময় রাজধানী হস্তিনাপুর গঙ্গায় ভাসিয়া যায়। সেইজন্য তিনি ও তাতার বংশধরেব। যমুনার তীরে 兼→→... কৌশাম্বী নামক নগরে বাস করিতে আরম্ভ করেন । কৌশম্বীর বর্তমান নাম কোসাম, ইহা এলাহাবাদ হইতে প্রায় ত্রিশ মাইল দূরে অবস্থিত। ইহার অনেক দিন পলে এই বংশে উদয়ন নামে এক রাজা হন, ইনি বুদ্ধের সময়কার লোক । আখ্যাত রাজবং শ–মন্সর পুত্র কৌশম্বীৰ বৰ্ত্তমান দৃপ্ত ইক্ষাকু অযোধ্যায় স্বৰ্য্যবংশ ; স্থাপিত করেন । তাহার নিমি-বিদেহ নামে এক পুত্র হন, ইনি মিথিলার রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজগণ সকলেই “জনক’ নামে খ্যাত। ইহারা ধাৰ্ম্মিক ও বিদ্যোৎসাহী বলিয়া প্রসিদ্ধ ছিলেন। রাজধানীতে প্রায়ই বড় বড় সভা হইত। সেখানে নানা দেশ ইইতে বিদ্বানগণ আসিয়া দর্শনসম্বন্ধে চর্চা করিতেন । রামায়ণের সময় এই বংশের রাজ ছিলেন, সীরধ্বজ । তাহার কস্ত সীতার সহিত রামেৰ বিবাহ হয়। যখন মহাভারতের যুদ্ধ হয়, তখন মিথিলায় কুতি বা কুতক্ষণ রাজা ছিলেন। ইহার পর লিচ্ছবি নামে এক জাতি মিথিলা জয় 8M)ა