পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DD BBDBBSBCBBDD BBB BBDSDBBS অল্পকাল পরেই স্পেনিয়াঙদিগের পূর্বোক্ত श्रध्ठद्रवांश्निौ ठथtग्न ऐंठ*हिङ झझेब्न । किञ्च ড্রেকের দলের কোন লোকের অসাবধানতাবশতঃ স্পেনিয়ার্ডগণ ড্রেকের এই অতর্কিত আক্রমণের কথা জানিতে পারিয়া স্বর্ণের পরিবর্তে খচ্চর-পৃষ্ঠে কেবল কতকগুলি ইটপাথর বোঝাই করিয়া দিয়াছিল। কাজেই, ড্রেক এবং তাহার লোকজনের ষড়যন্ত্র এবারে বার্থ হইল। তথাপি তাহারা নিরুসাহ না ge l Nombre de Dios Rowitza asfsদূরে আরও একটি অশ্বতর-বাহিত ধন-রত্বের ভাণ্ডাৰ লুণ্ঠন করিতে চেষ্টা করিয়াছিলেন এবং সেইবার তাহাদের চেষ্টা ফলবতী হই যাছিল। তারপর ড্রেক যখন দেখিলেন যে, তাহারা যথেষ্ট ধনরত্ব সংগ্ৰহ করিয়াছেন, তখন তিনি লোকজন লইয়। দেশে প্রত্যাবৰ্ত্তন করিবার প্রয়াসী হইলেন। ড্রেক অবশিষ্ট দুইখানা জাহাজ লইয়া রওনা হইলেন এবং ১৫৭৩ খৃষ্টাব্দের ১৯শে আগষ্ট দেশে পৌঁছিলেন। ইংলণ্ডে পৌছিলে দেশের লোকেরা তাহাকে সাদরে অভ্যর্থনা করিল এবং উচ্চকণ্ঠে তাহার প্রশংসা করিতে লাগিল । রাণী এলিজাবেথ ড্রেকের জলদসু্যতার এই নুতন সাফল্যে বিশেষ প্রীত হইলেন না ; কারণ তিনি দেখিলেন যে, এই ড্রেকের জলদস্থ্যতার জন্যই স্পেনের সঙ্গে ইংলণ্ডের সস্তাব বজায় রাখা দিন দিন কঠিন হইয়া দাড়াইতেছে। চারি বৎসর পরে যখন স্পেন পর পর ইংলণ্ডের অনেকগুলি বাণিজ্যতরী লুণ্ঠন করিল, তখন রাণী এলিজাবেথ ড্রেকের প্রস্তাবিত কাৰ্য্যাবলীই ইহার যথাযথ প্রতিকারস্বরূপ মনে করিলেন। ড়েক বলিলেন যে, তিনি এক রণতরীর বহর লইয়া গিয়া প্রশাস্ত মহাসাগরে স্পেনাধিকৃত বন্দর এবং জাহাজসকল আক্রমণ করিবেন । রাণীর মন্ত্রী এবং পারিষদবর্গ রাজনৈতিক কারণে মৌখিক এই প্রস্তাবে অসম্মতি দেখাইলেন, কিন্তু রাণী গোপনে ড়েককে সাহায্য করিতে রাজী হইলেন । কাজেই, যে সমুদ্ৰ-যাত্রার জন্ম একদিন ডারিয়েন যোজকের বৃক্ষোপরি র্তাঙ্কার মনে এক প্রবল আকাজক্ষা জন্মিয়াছিল, অতি সহজেই তাহার সেই সঙ্কল্প পূর্ণ হইবার সুযোগ মিলিল : আয়োজন চলিতে লাগিল । ড্রেকের পুখিৰী পরিভ্রমণ ড়েক ১৫৭৭ খৃষ্ঠাব্দের ১৫ই নভেম্বর fপ্লমাউথ বন্দর হইতে রওনা হইলেন । সঙ্গে পেলিকান (The Pelican) এলিজাবেথ (The Elizabeth), cafāzotto (The Marigold), azis catala (The Swan) নামক চারিটি জাহাজ লইলেন। তিনি একটি ছোট ডিঙ্গিও সঙ্গে লইয়াছিলেন । জাহাজ বন্দরেব বাহির হইয়। ইংলিশ প্রণালীতে পৌছিলে এক প্রবল ঝটিকা উত্থিত হইল । ড্রেক এবং তঁাহার লোকজন জাহাজ লইয়া বন্দরে ফিরিয়া আসিলেন । ১৩ই ডিসেম্বর আবার তাহার। ইংলণ্ডের নিকট বিদায় লইয়া সমুদ্রে জাহাজ ভাসাইলেন । বার দিন পর্য্যন্ত ক্রমাগত দক্ষিণ দিকে জাহাজ চালাইয় তাহার। মরোক্কোর উপকূলে পৌছিলেন। এস্থানের অধিবাসিগণকে প্রথমতঃ ইংরেজগণ বন্ধুভাবাপন্ন মনে করিয়াছিলেন, কিন্তু তাহার একজন ইংরেজ-নাবিককে কৌশলে ধৃত করিয়া রাখিয়াছিল। এখান হইতে র্তাহারা দক্ষিণ দিকে অগ্রসর হইয়া ভার্ড অন্তরীপে (Cape Verde)উপস্থিত হন। ভৌগোলিক অবস্থানামুযায়ী শীতকাল হইলেও র্তাহারা সেই অন্তরীপে তখন বিবিধ সুমিষ্ট ফলআস্বাদন করিয়াছিলেন । তারপর সেই স্থান পরিত্যাগ করিয়ার্তাহারা দক্ষিণ দিকে চলিতে চলিতে বিবুবল রেখার অঞ্চলে আসিয়া উপস্থিত হন। এই স্থান হইতে ড্রেক ক্রমাগত পশ্চিম দিকে জাহাজ চালাইয়া থাকেন। আট সপ্তাহ পৰ্য্যস্ত ঝড়-বাদল এবং নানা তুৰ্য্যোগের ভিতর 3*Հն