পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থলিঙ্কাল্প ইতিহাসন *--- গ্রহণ কর। আমার এই অর্থ ও উই আজ বাণিজ্য হইতে ফিরিয়াছে, তুমি তাঁহা গ্রহণ কর।” দরিদ্র ব্যক্তি, ওসমান তাহাকে উপহাস করিতেছে মনে করিয়া নিরস্ত থাকিলে পর, ওসমান বলিলেন,—“না, না বন্ধু, ইহা উপহাস নয়, আমি সতাই তোমাকে আমার এই উষ্ট্র এবং বাণিজে যাহা কিছু লাভ করিয়াছি, তাহ দান করিলাম।” দরিদ মুসলমান ভাবিল—ইt, ওসমান দাতা বটে। ওলমানের ব্যক্তিগত মহত্ত্ব সত্ত্বেও অীরলদের মত দুৰ্দ্ধৰ্ব জাতিকে পরিচালনা করিবার শক্তি র্তাহার ছিল ন। ওসমান অশীতিপব বুদ্ধ, ছৰ্ব্বগ এবং অপটু ছিলেন। তিনি সমস্ত রাজ্যভার ওমিলা পরিবারের হাতে ছাড়িয়া দেন এবং খলিফা ওমলের নিযুক্ত বহু সন্ধান্ত মুসলমানকে পদচাত করিয়া নিজেব বংশেল লোক ও আত্মীয় স্বজনদের নিযুক্ত করেন । আর একটা গোর কাবণ লই যে, পেরি ত মহাপুরুষ নিজে যে মাপওগানবে বিশ্বাসঘাতকতাপ জন্য তাড়াইশ দিয়াছিলেন, তাষ্ঠীকে তিনি সৰ্ব্বময় প্রতিভূ নিযুক্ত করেন। ছয় বৎসর বেশ নিদিবাদে কাটিয়া গেল। কাপণ, তখন মুসলমানগণ পূৰ্ব্বে বালীক, হীরাট, কাবুল, গজনী, লিস্তান প্রভৃতি প্রদেশ বিজয়ে বাস্ত ছিল। তাঙ্কার। উত্তরে এশিয়া মাইনর, কৃষ্ণসাগর, পশ্চিমে আফিকাল রিপলী ও ভূমধ্যসাগরে লাইপ্রাস দ্বীপ জয় করিয়া রোম কদের মিসর বিজয়ের চেষ্টা ব্যর্থ করিয়া দিল । বিজিত খলিফা অtfল এই মহাপ্রাণ ব্যক্তি প্রেরিত মহাপুবষ মুহম্মদেব স্ববংশ, কোরায়েম জাতির অন্তর্ভূত এবং হাসেনী বংশের সস্তান । ইনি মুহম্মদের পিতৃব্য আবুতালিবের পুত্র, মুহম্মদের কন্য। ফাতিমার স্বামী। শৌর্য্যে, বীৰ্য্যে ও জ্ঞানের গরিমায় ইসলামেব ইতিহাসে আলির চরিত্র অতুলনীয়। রক্তের দাবীতে আলির খিলাফতের দাবী সৰ্ব্বাপেক্ষা বড়। জ্ঞানের দিক দিয়া আলির অপেক্ষ যোগ্যতর ব্যক্তি তখন ছিল না। সাধুতায়, বীরত্বে ও ইসলামের প্রচারের চেষ্টায় আলির দান খুব বড়। কথিত আছে, একদা কোন দুষ্ট ইহুদী আলিকে ঋণ দান করিয়াছিল, আলি সেই ঋণ পরিশোধ করিয়াছিলেন। কিন্তু ইহুদী আলিকে প্রদেশে জলাশয় খনন, পথ ও মসজিদ নিৰ্ম্মাণ করা হইল, কিন্তু ইসলামেব এই নানাদেশে গভীৰ বিস্তাবের সঙ্গে সঙ্গে তার আভ্যন্তরীণ অশাস্তির অভাব ছিল না। ওমিয়াদের অত্যাচারে, মারওয়ানের নিষ্ঠুর আচরণে প্রজাদের দুৰ্দ্দশার একশেষ হইয়াছিল। আলি, বহুবার ওসমানকে সতর্ক করিয়া দিয়াছিলেন, কিন্তু বুদ্ধ ওসমানের মীর ওয়ানের উপর অসীম বিশ্বাস ও নির্ভরতা ছিল ; কাজেই, তিনি অত্যাচারের কোনও প্রতিকণর করিলেন না। নিৰ্য্যাতিত প্রজাবুন্দ একদা বৃদ্ধ ওসমানকে আক্রমণ করিল। মহাপ্রাণ অলি বহু চেষ্টা করিযীও ওসমীনের প্রাণ রক্ষণ করিতে পাপিলেন না, অসন্তুষ্ট প্রজাদের হাতে তাছার প্রাণ দিতে হইল । ওসমানের মৃত্যুর পর তালি পলিফা মনোনীত হইলেন। খলিফা ওসমানের শাসনকালে ইসলাম যদি বাজা জয় ও রাজাপিস্তারের জন্য উম্মুখ না হইয়। বিজিত দেশসমূহে সত্য করে ইসলাম প্রচারের চেষ্ট। ও যত্ন করিত এবং আববী ভাবধাবা ও সংস্কৃতি বিস্তাপের পয়াসী হুইত, তবে হস্ত ইসলামের রূপ অন্ত প্রব বেব হইত। ইসলামের বিবাষ্ট্র ও বিস্তুত সামাজ বিস্তারের ফল হইল এই যে, ইসলাম আপনাল গুরুভারে আপনি নত হইয়া পড়িল ৷ দুরেব বাজা শীঘ্রই খলিফার হাত হষ্টতে খসিয়া পড়িল, এবং সঙ্গে সঙ্গে ইসলামের একত্ব হ্রাস পাইল । (it&twة لاوا و - و هیه) অপদস্থ কবিবার জন্য কাল্পীর নিকট যাষ্টয়া অভিযোগ করিল যে, আলি তাহ"র ঋণ পবিশোধ করেন নাই। রাজোল নিয়মানুযায়ী কাল্পী আলির বিরুদ্ধে সমন পাঠাইলেন। আলি উপস্থিত হইয়। বলিলেন,—“আমি তোমার ঋণ পরিশোধ করিমাছি।” ইহুদী বলিল, “তোমার সাক্ষী কে ?” আলি উত্তল করিলেন, “আমাৰ পুত্র হাসান ও হোসেন ।” ইহুদী কাজীকে বলিল, “আত্মীয়ের সাক্ষী প্রমাণরূপে গৃহীত হইতে পারে না।” সেই অনুসারে কাজী অালিকে ঋণ পরিশোধ করিতে আদেশ দিলেন। আলি, কাজীব আদেশ মানিয়া লইয়া আবাব ইহুদীকে অর্থ দান করিলেন । আলি বলিলেন, “আমি জানি, আমি 4"להצ 25–F. 9