পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালো, সেক্সপিয়র ও বেন জনসন (Heney IV), *•*• c*= £)' (Henry V) প্রভৃতি এই যুগের রচনা। তৃতীয় যুগে তাহার শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক ‘ওথেলো’ (Othello), ‘ম্যাকবেথ' (Macbeth), ‘ffe fizitz’ (King Lear), ‘হ্যামলেট্‌’ (Hamlet) প্রভৃতি রচিত হয়। গ্লোব থিয়েটার-ল গুন এই সময় তিনি নিজের জীবনে যেমন ছুঃখ পাইয়াছেন, তাহার নাটকেও তেমনই তাহার ছাপ পড়িয়াছে। চতুর্থ যুগের নাটকে দেখিতে পাই র্তাহার পরিপক্ক বুদ্ধি, গাম্ভীৰ্য্য এবং চিন্তাশীলতার অভিব্যক্তি। প্রথম যুগের উচ্ছাস বা পরবর্তী যুগের বিষাদের গভীরতা এ যুগের নাটকে দৃষ্ট হয় না সত্য কিন্তু ভাবের গভীরতায়, সমবেদনায় এবং কমনীয়তায় এ যুগের নাটক সকলের মন ștx i ‘fitxfin (Cymbeline), উইন্টারস dör (Winter's Tale), ‘টেম্পেষ্ট' (Tempest) প্রভৃতি নাটক এই যুগেই রচিত হইয়াছিল। লণ্ডনের গ্লোব থিয়েটারে সেক্সপিয়রের বহু নাটক অভিনীত হইত। এই রঙ্গালয়ে সেক্সপিয়রের *• ?• c£' (Henry VIII) afw* নাটক অভিনীত হইবার সময় ইহা অগ্নি লাগিয়া ভস্মীভূত হয়। এখানে যে ছবি দেওয়া হইল, তাহ ১৬১২ খ্ৰীষ্টাব্দের একখানি প্রাচীন তৈল-চিত্র হইতে গৃহীত । এইবার আমি তোমাদের সেক্সপিয়রের “atzéâ or cefan' (Merchant of Venice) নাটকের গল্পট বলিব। এই গল্প তোমাদের বেশ ভাল লাগিবে। ভেনিস নগরীর সওদাগর সেকালে ইটালীর ভেনিস সহরে সাইলক্ (Shylock ) নামে এক ধনী য়িহুদী বণিক বাস করিত। তাহার মত অর্থগৃধ্র, নিষ্ঠুর প্রকৃতির লোক খুব কমই দেখা যায়—দয়া, মায়া, স্নেহ, প্রীতি প্রভৃতি সদগুণের সঙ্গে তাঙ্গার কোন সম্বন্ধ ছিল না। সে খুব বেশি স্বদে টাকা ধার দিত এবং কখনও এক পয়সা সুদ ছাড়িত না। সকলেই তাহাকে ঘুণ করিত, বিশেষতঃ অ্যাণ্টোনিও (Antonio) নামক একজন ধনী খৃষ্টান বণিকের সহিত তাহার ভীষণ শত্রুতা ছিল। অ্যাণ্টোনিওর স্বভাব ছিল তাহার ঠিক বিপরীত। তাহার মত সহৃদয়, দয়ালু লোক ভেনিসে কেন, সমস্ত পৃথিবী খুজিলেও পাওয়া যাইত না। মানুষের বিপদ দেখিলেই তিনি সাহায্য করিবার জন্য ছুটয়া যাইতেন—তিনিও টাকা ধার দিতেন কিন্তু কাহারও নিকট হইতে সুদ লইতেন না, এইজন্য সাইলক তাহাকে মনে মনে ঘৃণা করিত কিন্তু মুখে কিছু বলিত না। ভেনিসের সকলেই ২১৩৭ F. 8