*---- পড়িল । জিন ভলুজিন ম্যারিয়াসের সঙ্গে ছিল । সে একটুও বিলম্ব না করিয়া ম্যারিয়াসকে কাধে তুলিয়। পলাইবার জন্ত প্রস্তুত হইল। কিন্তু পলাইবে কোন দিক্ দিয়া। চারিদিক দিয়া রাজসৈভেরা সবেগে তাড়া করিয়া অভ্যাসিতেছিল এবং যে সব বিদ্রোহীরা দৌড়াইযা পলাইতেছিল, তাহাদিগকে গুলি করিয়া কুকুর বিড়াল মারার মত মারিয়া ফেলিতেছিল। ঐ অবস্থায় ম্যারিয়াসকে লঃ য়া পলাইবার কোনও উপায় না দেখিয়া জিন ভলুজিন মাটির নীচের একটা নৰ্দ্দমার মধ্য দিয়া পলাইল । কিন্তু "যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধা চয় । যেই জিন ভগ্জিন একটা নির্বাপদ জায়গায়ু গিয়। নদমা হইতে বাহির হইল, অম্নি চোখোচোখি দেখা ইষ্টয়া গেল জ্যাভার্টেব সঙ্গে । উভয়ের হঠাৎ এইরকম দেখা হইয়া যাওয়াতে দুই জনেষ্ট পুব হতভম্ব চইয়া গেলেন। দু’জনেই কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া রছিলেন, তাহার পর জিন ভলুজিন সেই নিস্তব্ধতা ভাঙ্গিয়া বলিয়া উঠিল, “ইনস্পেক্টৰ জাভার্ট । এই লোকটিকে অতি কষ্ট্রে অনেক দূব এছিয়া আনিয়া আমি ক্লাস্ত হইয়াছি। ইহাকে আর একটু বহিয়া বাড়ী পোছাইয়া দিয়া আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, তাহা হইলে আমি আপনাব উপর চিরকৃতজ্ঞ পাকিব । তাহার পর ইচ্ছা হইলে আপনি আমাকে গ্রেপ্তার করিতে পারেন।" জ্যাভার্টের জল্প নিকটেই একটা গাড়ী অপেক্ষ। করিতেছিল। তিনি কোনও কথা না বলিয়া সেই গাড়ী করিয়া কাপ্ত জিন ভলুজিনকে এবং আংত ও অচৈতন্ত ম্যারিয়াসকে বাড়ী পৌছাইয়া দিলেন। ম্যারিয়াসকে তাঙ্গর বাড়ীতে পৌছাইয়া দিয়া বাহিরে আসিয়া জিন ভলুজিন জাভার্টকে বলিল, “ইন্সপেক্টর জ্যাভাট। আমি জানি আপনি আমাকে cुशाग्न कदिाद्र छप्ले दइलिन पब्रिग्रा t5ठे कब्रिtउছেন। আজ আমি স্বেচ্ছায় ধরা দিব। তবে আপনার সঙ্গে যাইবার পূৰ্ব্বে আমি কি অল্পক্ষণের छन्न ७क वांद्र श्राभा४ निरछब्र वाऊँौष्ठ यांहेष्ठ পারি?” জ্যাভাট ইহাতে রাজী হইলেন এবং র্তাহারই গাড়ী করিয়া জিন ভল্জিনকে লইয়া উহার বাজীতে উছাকে পৌছাটয় দিলেন। কিন্তু জিন্ ভল জিন্ উপরে যাইতে না যাইতে জ্যাভার্ট সেগান হইতে অদৃপ্ত হইয়া গেলেন। - २२>> জিল জলঙ্কিল -- জ্যাভাট যে জিন ভলুজিনকে গ্রেপ্তার না করিয়া সরিয়া পড়িয়াছিল, তাহার একটু কারণও ছিল। জাভার্ট বুঝিয়াছিলেন যে, শুধু কৰ্ত্তব্য পালনই মানুষের সব চেয়ে বড় কথা নয়। জিন ভল জিন অবগু দাগী আসামী। কিন্তু যে জিন ভল জিন, একদিন জ্যাভাটকে তাহার পরম শক্রর হাত হইতে রক্ষা করিয়াছিল, তাহার সেই ঋণ তিনি কি জিন, ভল জিনকে ধরিয়া লইয়া গিয়া শাস্তি দিয়া শোধ দিবেন ? অথচ তিনি যতক্ষণ সরকারের কাছ হইতে তাহার কৰ্ত্তৰ করিবার জচ্চ মাহিনা লইতেছে, ততক্ষণ জানিয়া শুনিয়াই ৰাজিন ভল জিনকে ছাডিয়া দিবেন কি করিয়া ? জাভাটের মনের মধ্যে ভীষণ ঝড় বছিতে লাগিল। তিনি মহা দ্বিধার মধ্যে পড়িয়া গেলেন— কেবলই তাহার মনের মধ্যে এই চিন্তা আলোড়িত হইতে লাগিল যে, মানুষেব কৰ্ত্তব্য পালনটাই বড়, কসেট ও জিন ভল জিন, না একজনের উপকারের প্রতিদানটাই বড় ? অনেক ভাবিয়া চিস্তিয়াও জ্যাভাট এই সমস্তার সমাধান করিতে না পারিখা একদিন লে লীন নদীর জলে ব্যাপাষ্টয়া পড়িয়া আত্মহতা করিলেন। ---
পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৫৬
অবয়ব