পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডলকুইক সহ সেই দিনই গভীর রানের বাড়ীর চাকরবাকরেরা তাহার ঘুম ভাঙাইয়া জানাইল যে, শক্ররা দেশের মধ্যে আসিয়া পড়িয়াছে। ল্যাঙ্কে। মহা বিরক্তির সঙ্গে বিছানা ছাড়িয়া যখন বাহিরে অলিল, তখন প্রজারা সকলে তাঁহাকে অনুরোধ করিল—“আপনিই নেতা হইয়। আমাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে চলুন।" ভয়ে সাঙ্কো পাঞ্জাব জিব শুকাইয়া উঠিল এবং ঠক্ ঠক্‌ করিয়া তাহার হাত-পা কাপিতে লাগিল। যাহা হউক, কোনবকমে সামলাইয। স্যাঙ্কো পাঞ্জা অনেক কষ্টে বলিল যে, সেহ বাজোর যুদ্ধের রসদ অথবা অস্ত্র-শস্ত্র যে কোথায় আছে তাই তো তাহার জানা নাই । ইহাতে প্রজাবা সকলে তাহাকে খুব উপহাস করিগা ধমকাইয়া উঠিল । শেষকালে প্রজারাই কোথা হইতে মস্তবড় এক জোড1 ঢাল আর একটা বল্লম অনিয়া স্যাঙ্কো পাঞ্জাকে বলিল, “আমরাই আপনাকে যুদ্ধগাজ পরাইয়া দিতেছি।" ইহা বলিয়া সাঙ্কোর বুকে ও পিঠে সেই প্রকাও প্রকাগু ঢাল দুখান খুব কষিয়া বঁrধিয়া দিল । ঢাল দুখীন। তাহার গলা হইতে হাঁটুর নীচ পর্যাস্ত ঝুলিয়া রহিল। ইহাতে স্যাঙ্কো পাঞ্জার অবস্থা বড় শোচনীয় হইয়া পড়িল। সে সটান সোজা হইয়া কাঠের পুতুলের মত দাড়াইয়া রহিল, এমন ভাবেই ঢালদুটা বাধা হইয়াছিল যে, তাছার নড়িবার চড়িবাব শক্তিটুকু পর্যান্ত লোপ পাইল । তারপর প্রজারা সকলে বলিল—“এইবার আপনি অগ্রসর হউন এবং আমাদের কি করিতে হইবে হুকুম দিন " প্যাঙ্কো উত্তর দিল—“তোমরা অগ্রসর হও । কিন্তু আমি যে পা মুড়িতে না পারার জন্য এক পাও অগ্রসর হইতে পারিতেছি না। আমার ঢালের বাধনটা কিছু অ'ট হইয়াছে।” স্যাঙ্কোব কথা শুনিয়া তাহারা সকলে ছো হো’ করিয়া হাসিয়া উঠিয়া বলিল, "আপনার এত ভয় । ভয়েতেই আপনার পা সটাং সোজা হইয়া আছে, ঢাল দুইটা বাধাব জন্য নয়।” এইরূপে অপমানিত হইয়া সাঙ্কো পাঞ্জা চলিবার চেষ্টা করিতেই তাল সামলাইতে না পারিয়া মাটির উপরে মস্তবড় একটা কাছিমের মত ধপাস করিয়া পড়িয়া গেল। তারপর পড়িয়া কেবল হাত-পা छूफ्ग्रिा বৃথাই উঠিবার চেষ্টা করিতে २०8> F. 6–26 লাগিল। হাটু মুড়িতে না পারিলে সে ওঠেই বা কেমন করিয়া। ওদিকে অন্ধকারের মধ্যে প্রজারা সকলে নিজে বা নিজেরাই তাহীদের তলোয়ারে তলোয়ারে ঠোকাঠুকি করিয়া স্যাঙ্কোকে জানাইয়া দিল যে, সেখানে শক্ররা আসিয়া পড়িশাছে আর যুদ্ধ বাধিয়া গিয়াছে। তারপর প্রতি মুহুর্তে তাঙ্গাবা ল্যাঙ্কোকে মাড়াইয়া মাড়াইয় তাহাকে এমনি কাবু কবিয়া ফেলিল যে, গাঙ্কোসে যাত্রায় বাচিয়া ফিরিবার আশায় একেবারে জলাঞ্জলি দিয়া বসিল । যাৰা হউক, সকাল হইতেই প্রজারা সকলে জয়ধ্বমি করিয়া ৰলিয়া উঠিল, “শক্ররা হাবিয়া গিয়াবোর আমরাই জিতিয়াছি।” তারপর একটা কাছিমকে যেমন করিয়া মাটি হইতে টানিয়া তোলা হয়, ঠিক তেমনি করিয়া তাহারা সাঙ্কো পাঞ্জাকে টানিয়া তুলিল এবং তাছার বাঁধন খুলিয়। তাছাকে ছাড়িয়া দিল । অনাহারে, অনিদ্রায় এবং শত শত লোকের পায়ের চাপের তলায় সটাং লম্বা হুইযা পড়িয়া থাকায় তাহার প্রাণ একেবারে যায-যায় হইয়াছিল। সুতরাং বাড়ী গিয়া সাঙ্কো পাঞ্জা তাহার শাসনকৰ্ত্তার বেশভূষা খুলিয়া ফেলিল। তারপর সে তাহার নিজের কাপড়-জামা পরিয়া আস্তাবলে গিয়া তাহার প্রিয় গাধার গলা জড়াইয়া ধরিয়া কঁদিতে কাদিতে অনেক আদর করিল এবং “মুখের চেয়ে আমার স্বস্তি ভাল”—এই কথা বলিয়া টপ করিয়া গাধার পিঠে চড়িয়া সে দেশ ছাড়িয়া পালাইয়। তবে হাপ ছাড়িয়া বাচিল । ডনকুইক্সটের করুণ পরিণাম ওদিকে রাজামহাশয়ের কেল্লাম ডনকুইক্সট্রও পদে পদে জব্দ হইয়াছিলেন । তিনিও সেখানে স্ত্রীপুরুষ সকলের কাছেই বোকা বনিয়া খুবই উপহাসাম্পদ হইয়া উঠিয়াছিলেন। ঠাট্টা-তামাল৷ আর সহ করিতে না পারিয়া তাহার প্রাণ ‘ক্রাছিত্ৰাহি ডাক ছাড়িতেছিল এবং প্রধান সেনাপতি হওয়ার চেয়ে সাধারণ ভাবে জীবন কাটানো যে কত সুখকর, তাং তিনি তখন বেশ হাড়ে হাড়ে বুঝিতেছিলেন । সুতরাং স্যাঙ্কো পাঞ্জা আসিয়