পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

डू-निबद्धडाब्र ছবি দিচ্ছি (ক)। তোমাদের মধ্যে যারা পাড়াগেয়ে ছেলেমেয়ে, তারা ত দেখেইছ যে, আমাদের বাংল। দেশে নদীর জলস্রোত কেমন করে সরে সবে যায়, এক জন্ম আর নূতন নুতন জায়গায় চর পড়ে। (ক) নদীর বাকের চড়া, (খ) বিস্তৃত উপত্যক। পলিমাটির দেশে ম্যাপ এর চেহাবা ক্রমাগত বদলে বদলে যায় । ক্ষিতি মণ্ডলের ভাঙ্গা-গড়ার লাপারে নদীগুলো তিন রকম কাজ করে। প্রথমে ভাঙ্গে, তার পর সেই ভাঙ্গা চোর। পদাৰ্থ বয়ে নিয়ে যায়, অাব সব শেষ তাব মোহনার কাছে নুতন দেশ গড়ে তোলে। নদী তার প্রথম বয়সে মাটিতে কি বকম সব সব খাড়া খাড়া পথ কেটে নেয়, আর ধীরে ধীরে সেই পথ গুগো মিলে কি রকম বিস্তুত উপতাকা তৈরি হয়, তা দেখাবার জন্ত একটা ছবি দিচ্ছি (খ)। এটা হয় এই জন্য যে, নদীও যেমন মাটি কেটে আপন পথ করে নিচ্ছে, বৃষ্টির জলও তেমনই বছরের পর বছর দুই পাড় ধুয়ে ধুয়ে ঢালু করে দিচ্ছে । কিন্তু যখন নদীর পাড় মাটির না হয়ে শক্ত পাথরের হয়, অর্থাৎ যখন কোন খরস্রোতা নদী পাহাঙ পৰ্ব্বতের মাঝ দিয়ে বয়ে যায়, তখন কি হবে, বল দেখি ? নদী স্রোতের জোবে পাথৰ কেটে নিজের বাস্তা কবে নেবে বটে, কিন্তু বৃষ্টি তার দুষ্ট পাণ্ড ধুতীয়ে ঢালু করে দিতে পারবে না। কেন না কঠিন পাথরকে ধুয়ে খেধে নিতে বৃষ্টির জলের অনেক হাজার বছর লীগে । তা হলে খরস্রোতা পাহাডে নদীর চেহার কি বকম হবে ? ইংরাজী V অক্ষরের মতন। দুধাবে দেওয়ালের মত খাড়া পাহাড় আর মধ্যখান দিয়ে ভীম বেগে ৰয়ে চলেছে গভীৰ জলস্রোত। ঠিক এই জিনিষই দেখতে পাওয়া যায় জব্বলপুরের কাছে, যেখালে নৰ্ম্মদা নদী শ্বেতপাথবের পাহাড় কেটে প্রচও-বেগে বয়ে চলেছে। নদীর স্রোতে পাঞ্চাড়ের মাঝে যে সঙ্কীর্ণ গিরিপথ তৈরী করে নেয়, তার ইংরেজী RTW Gorge Al IRavine পৃথিবীর মধ্যে বিখ্যাত Gorge to attofoto Grand Canyon কঙ্গোরাডো নদীর প্রখর স্রোত পৰ্ব্বত কেটে তিনশো মাইল লম্বা এই আশ্চৰ্য্য Canyon তৈরি করেছে। আমাদেব দেশে সিন্ধু ও ব্রহ্মপুত্র নদ যেখানে হিমালয়ের পর্বতশ্রেণী ভেদ করে ভারতবর্ষের মধ্যে ঢুকেছে, সেখানেও অতি সুন্দর সুন্দর ('onyon strz i ztx a* ('anyonsfবয়েছে দুগম জায়গায় । হযত তোমা. দের দেখার সুযোগ হবে না। কিন্তু তোমৰা বাবা-মাকে ধরে একবার জপবলপুরের নম্মদ দেখে এসো। সেখানে যে শুধু গিরিসঙ্কট দেখবে, তা নয় । অতি চমৎকার এক জলপ্রপাতও দেখতে পারে, যেখানে নম্মদীনদী গিরিপথ থেকে বেরিয়ে ভীষণ বেগে পাহাড়ের এক তাক থেকে বারে হাত নীচে আর এত তাকে 'গ্ৰাও কেনিয়ন—পৃথিবীর সব্বাপেক্ষা বড় কেনিয়ন পড়ছে। চারদিকের পাথর দুধের মত সাদ। বড় বড় জলপ্রপাত পৃথিবীতে অনেক আছে, কিন্তু -- ২*৫৯