পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به هم ماهه م۹ = جسم fes es নদী যখন কমতে আরম্ভ করে, তখন সে কতটা পলি মাটি জমা করে যায়, তা তোমরা অনেকেই হয়ত লক্ষ্য করেছ। প্রতি বৎসব অনেক পরিমাণ মাটি পাহাড় থেকে,ভিতবের উচু জমী থেকে নদী ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে, আর তাব ফলে সমুদ্রের তলায় স্তরে স্তরে পলি মাটি জমা হয়ে যাচ্ছে। এই ভাবে সে কোন অজানা কালের গোড়ার দিক থেকে জমা হয়ে হয়ে এই স্তরগুলো খুব পুক হযে উঠেছে। কোণ যুগের স্তরটা কত পুক হয়েছে কতদিনে মাটির স্তরটা এতটা পুরু হয়েছে, তা এইবার দেখা যাক । প্রত্ন-তাত্ত্বিকের প্রাচীনকালের সব কীষ্টি মাটি খুঁড়ে খুঁড়ে বার করে থাকেন। সারনাথে ও তক্ষশিলাতে ছুহাজার বছরের মাটির স্তর খোড়া হয়েছে। মহেঞ্জোদারোতে চার হাজার বছবের পুরাণ জিনিষ বার করতে এমনিতর আরও পুরু স্তর খড়তে হয়েছে। মিশরে (Egypt) দ্বিতীয় রামেশিন্স প্রায় তিন হাজার বছর পূৰ্ব্বে রাজত্ব চিত্র-২ আর্থার হোমস (Arther Holms) বলে একজন ভূ-তত্ত্ববিদ্‌ (Geologist ) তাপ হিসেব fनtप्रtछ्नCainozoic age ৭৩,• • • ফুট Mesozoic age Paleozoic age *4, • Pre-cambrian age ***: Sv-, * * সব এক সঙ্গে অন্তত: ৫২৯,•• ৯১,• • করতেন। মেমফিস-এ (Memphis) তার কীৰ্ত্তির ধ্বংশাবশেষ মাটিখড়ে পাওয়া গেছে। প্রায় সাত ফুট মাটির স্তর খোড়বার পর তবে রামেশিসের আমলের মাটির স্তর পাওয়া গিয়েছিল। অর্থাৎ মিশরে তিন হাজার বছরে সাত ফুট পুরু মাটি জমে উঠেছে। এই মাটির স্তর যুগ-যুগান্তরের চাপে যখন পাথরে পরিণত হয়, তখন আরও পাতল। হয়ে যায়। এক ফট পুরু মাটির স্তর যখন পাথর همه به همراه همه مجمه R۰۹۹ F. 10-26