পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

F---- -- অধ্যাপক স্কার জে, জে টমসন ও জাৰ্ম্মেনী Carlruhe বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেনার্ড প্রমাণ করেন যে, এই কণাগুলির ওজন হাইড্রোজেনের পরমাণুর ওজনের প্রায় ৮২৮৮ অংশ এবং তাহারা সকলেই প্রায় এক পরিমাণ তড়িৎ বহন করে। অম্বাস্ত প্রমাণ প্রয়োগে সিদ্ধান্ত হয় যে, এই কণাগুলি যে তড়িৎ বহন করে, সাধারণতঃ তাহা অপেক্ষা অল্প পরিমাণ তড়িৎ থাকিতে পারে না। সুতরাং উহাকে তড়িতের পরমাণু আখ্যা দেওয়া যাইতে পারে। তড়িতের পরমাণুর বেগ আলোর বেগের }, হইতে প্রায় ৯৮ পর্য্যন্ত হইতে পারে । এই তড়িতের কণাকে তাড়িত-রেণু বলে। ১৮৯৫ খৃষ্টাব্দে জাৰ্ম্মেনীর ভুজবাগ (Wurzuburg) বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক দর্শনের অধ্যাপক রঞ্জন (Rontgen) এইরূপ নল লইয়া অদৃশ্য আলো সম্বন্ধে পরীক্ষা করিতেছিলেন। অদৃশ্ব আলে। কাহাকে বলে একটু বুঝাইয়া দিতে হইবে । কোনও ত্রিশির কাচের (Prism) ভিতর দিয়া সূৰ্য্যরশ্মি প্রবেশ করাইলে অপর পাশ্বের পরদায় রামধনুর সমস্ত বর্ণের সমাবেশ লক্ষিত হয়। সাদা রশ্মি সাতরঙের সমষ্টিতে গঠিত এবং উহা যখন बाग्न. হইতে একবার কাচে প্রবেশ করে এবং পরে কাচ হইতে পুনরায় বায়, নিগত झग्न, उर्थन 4हे दिडिझ ब्रशृि९)लेि दिउिन्न পরিমাণে তির্যাকবৰ্ত্তিত হইয়া পরস্পর বিশ্লিষ্ট হইয়া পড়ে। লাল আলো সব চেয়ে কম তির্যাকবৰ্ত্তিত হয়, বেগুনে আলো সব চেয়ে বেশী তিৰ্য্যকৃত্তিত হয়। এইরূপে একটি সরু আলোকরশ্মি ৰিস্তৃত হইয়া পড়ে এবং উহাকে বর্ণচ্ছত্র (Spectrum) বলে। কিন্তু नानां श्रांप्लांtङ ५ठदृिप्त श्रtब्र'e श्रप्नक ૨8 ૦૮: همان متممصمم ۹۹۰عett-۹عبg = প্রকারের আলো আছে—আমরা খালি চোখে ভtহাদিগকে ধরিতে পারি না, কিন্তু বিশেষ যন্ত্রযোগে তাহারা শীঘ্র ধরা পড়ে। লালের উপর অংশে তাপমান যন্ত্র রাখিলে তাপমান শীঘ্ৰ ৰাড়িয়া যায়। বেগুনের নীচের অংশে কোনও প্রফুরক পদার্থ রাখিলে তাহ হইতে তীব্র প্রফুরক আলো নির্গত হইতে থাকে। ইহা হইতে প্রমাণিত হয় যে, বর্ণচ্ছত্র শুধু একদিকে লাল, অপর দিকে বেগুনে রং এই সীমাবদ্ধ নয়। আমাদের চক্ষু তত সূক্ষ্ম যন্ত্র নয় বলিয়া আমরা -T মুখের ভিতর পরীক্ষা করিবার রন্ধন-আলোকচিত্র লালের উপর দিকের এবং বেগুনের নীচের দিকের অক্ষান্ত আলো ধরিতে পারি না। বর্তমান বৈজ্ঞানিকগণের মতে আলোক আকাশের স্পন্দনজনিত তরঙ্গশ্রেণী। বৈজ্ঞাमिक११ विभिझे ऊँ*ाzग्न ७३ ऊब्रtत्रज्ञ &मर्घा নির্ণয় করিয়াছেন । দেখা গিয়াছে, লাল আলোর দৈর্ঘ্য ৭৩ x ১•-* c, m, আর বেগুনে আলোর দৈর্ঘ্য ৪৩ × ১০-• । -