পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

崇+→→→→→→→→→→→→→ পুরাতন ডোবার জল ব্যবহার করাই কৰ্ত্তব্য বলিয়া ফতোয় দিয়াছিলেন। তাহীদের বাপ-দাদা তিন পুরুষ যে পুষ্করিণীর জল ব্যবহার করিয়া গিয়াছেন, তাহা পরিত্যাগ করিয়া নূতন পুষ্করিণীর পরিষ্কার জল পান করিবার কোন সঙ্গত যুক্তিই তাহার দেখিতে পান নাই । রাণী এলিজাবেথের রাজত্ব কালের (১৫৫৬— ১৬৯৩ খৃঃ) পূৰ্ব্বে ইংল্যাণ্ডে গাড়ার অস্তিত্ব ছিল না। TM: : - * o o - i:-| =ि<s-प छान्ज्ञप्डठी ইংল্যাণ্ডে প্রথম গাড়ী প্রস্তুত হয়। তখন গাড়ীতে স্পিং থাকিত না। অনেকটা আমাদের দেশের গোযানের মত ছিল । তাহার উপর রাস্তার অবস্থা নিতান্ত মন্দ পাকায় ঝাকানির চোটে গার্ড চড়া মোটেই আরামজনক ছিল না। এমন কি অনেকেই কাকনির ভয়ে পারতপক্ষে গাড়ী চডিতে চাহিত না। প্রথম গাড়ী রাণী এলিজাবেথের ব্যবহারের জন্য তৈরী হয় এবং তিনি পার্লামেন্টের সেকালের ডাকের পেয়াদ তখন সঙ্গতিপন্ন লোকেরা ঘোড়ায় চড়িয়া যাতায়াত করিত। সন্ধান্ত মহিলাদিগের জন্য পুরুম অশ্বারোহীর পিছনে একটি স্বতন্তু আসন থাকিত। আত্মীয় বা কৰ্ম্মচারী ভিন্ন অপর লোকের সাথে তাহারা সচরাচর এভাবে যাইতেন না। রাণী এলিজাবেথ অশ্বপুষ্ঠে সাধারণত: লর্ড চ্যানগেলারের পশ্চাতে বসিয়া নগরে বাহির হইতেন। তদানীন্তন বৃটিশ দরবারের ফরাসী দূতের পরামর্শ অনুযায়ী AASAASAASAASAASAA HJeS এক অধিবেশনের উদ্বোধন উপলক্ষে ইহা প্রথম ব্যবহার করেন। কিন্তু এই একবারের অভিজ্ঞতার পর তিনি আর দ্বিতীয়বার ইহাতে চড়েন নাই। ১৬০৮ খৃষ্টাব্দের কাছাকাছি সময় হইতে সৰ্ব্বসাধারণের যাতায়াতের জন্য লণ্ডন সহরে প্রথম গাড়ী চলিতে আরম্ভ করে। প্রথম প্রথম গাড়ী ঘণ্টায় মাত্র ৩ মাইল করিয়া চলিত। পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি, এই গাড়ী ব্যবহারের →→→→→→→→→→→→→→来 --"