পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- -- সংশোধন করিতে বাধা হয়। ১৬৩৫ খৃষ্টাব্দে উইদারিঙ্গস সাহেব ডাকে সৰ্ব্বসাধারণের চিঠি দিবার অধিকার দান করিয়া এবং চিঠির মাশুল নির্দিষ্ট করিয়া দিয়া এই বিভাগের উন্নতির যে স্বচনা করিয়া যান, দুইশত বৎসর পরে রোলাও ছিল সাহেবের মহং চেষ্টায় তাহা সম্পূর্ণ চয়। বদ্ধিত মাশুল এড়াইবার জন্য লোকেরা যে সব উপায অবলম্বন করিত তাছার একটি দৃষ্টাস্ত কপি কোলারিজএর স্কটল্যাণ্ডের ভ্রমণ-কাহিনী হইতে পাওয়া যায়। একদিন তিনি এক ডাকপিওনকে কোন একটি গৃহস্থবাড়ীতে একটি চিঠি বিলি করিতে দেখিতে পান। তিনি লক্ষা করিলেন, গুহস্বামিণী চিঠিটি হাতে লষ্টয়া এদিক ওদিক উলটাইয়। উক্ত না রাপিয়া ছাকপিওনকে পুনরায় ফিরাইয়া দিল। জুল্লাল্ল ইতিহাস অদ্ভুত ঠিকানা তখনও চিঠির মাশুল অগিম দিতে হইত না। কাজেই চিঠি না লইলে আর মাশুল লাগিত না। স্ত্রীলোকটি অর্থাভাবে মাশুল দিতে অসমর্থ হওয়ায় চিঠিটি ফিরাইমা দিতেছে মনে করিয়া তিনি নিজে মাশুল দিয়া উহা রাখিয়া দেন। ডাকপিওন চলিয়া গেলে বৃথা অর্থনষ্ট করিবার জন্ত স্ত্রীলোকটি কবিকে অমুযোগ দিলে তিনি ভিতরকার রহস্ত জানিতে চাকেন। স্ত্রীলোকটি তখন তাহাকে যাহা বলে তাহার মৰ্ম্ম এইরূপ :–অধিক মাশুল দিয়া চিঠি রাখিবার মত অবস্থা তাহার নয় ; অথচ তাহার যে ভাই লওন সহরে থাকে তাহার খবর না পাইলেও চলে না। লগুন হইতে তাছাদের ওখানে চিঠির মাগুল ১৪ পেনি। সেইজন্য ভ্রাতা ভগিনীর মধ্যে এই ব্যবস্থা স্থির হয় যে, তাই ভাল থাকিলে চিঠিতে - - ૨૭૭° - --- কিছু লেখা পাকিবে না এবং সেই চিঠি বোনটি অনঙ্গক পয়সা নষ্ট করিয়া গ্রহণ করিবে না। কিছু - - ஐ 분 இதிஜி: অদ্ভুত ঠিকানা লেখা আছে কি না তাঙ্গা বুঝিবাপ সঙ্কেত ও তাঙ্গারা স্থির করিয়া লয়। এইরূপ অনেক উপায়ে লোকেরা তখন ডাকবিভাগকে ঠকাইত। পার্লামেণ্টের সভ্যগণের তখন লিনা মাগুলে চিঠিপত্র দিবার অধিকার ছিল। চিঠির উপর তাছাদের নামও পার্লামেণ্টের সভা এই কথা কয়টি লেখা পাকিলেই চলিত। পার্লামেন্টের অনেক সভা নির্দিষ্ট মাশুল অপেক্ষা কম মূল্যে তাছাদেশ স্বাক্ষরযুক্ত পাম আন্সের নিকট পিক্রয় করিতেন। আবাল সেকালে চিঠির উপরকার ঠিকানাও লেখা হইত অত্যন্ত অদ্ভুত উপায়ে। অনেক সময় অদ্ভুত ঠিকানা ছবি আঁকিয়া ঠিকানা লেখা হইত। কোন কোন চিঠির উপরের ঠিকানা একেবারেই পড়া যাইত না -