পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গলার কথা লঙ্গ নাম হইল কেন ? তোমাদের দেশের নাম পঙ্গদেশের উত্তবভাগকে যে বঙ্গদেশ তাতা তোমরা so ੇ, পুগু, বলিত। এখন ঠাহাকে জানিয়াছ । অবশ্য চলিত उंत्रं%22. বারেন্দ্র বলা হয়। পশ্চিম কপায় তাহাকে বাঙ্গলা ভাগের নাম সুহ্ম ছিল, ললে । তোমাদের দেশের নাম পঙ্গ কেন হইল, তাতা তোমাদের জানিপার ইচ্ছ। হইতে পারে। এখন সেই কথাই বলিল । পুৰ্ব্বকালে ভারতবসে সূর্য্যবংশ ও চন্দ্রসংশ নামে ছুইটী রাজবংশ ছিল। রামচন্দ্র প্রভৃতি সূৰ্য্যবংশে, যুধিষ্ঠির প্রভৃতি চন্দ্রবংশে জন্মগ্রহণ করেন। এই চন্দ্রবংশে বলি নামে এক রাজা জপিয়াছিলেন তাতার পাঁচটা পুত্র হয়, তাহাদের নাম অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড ও স্বগ। বলিরাজ তাহার এই পাঁচপুত্রকে স্টাঙ্গার রাজা ভাগ করিয়া দেন। সেই রাজপুত্রদের নামে তাছাদের রাজ্যের নাম হইল। রাজপুত্ৰ বঙ্গের নামেই বঙ্গদেশ হয়। কিন্তু অবশেষে পুণ্ড, ও হুক্ষ তাতার সহিত মিলিত হইয় বৰ্ত্তমানে বঙ্গদেশ হইয়া উঠিয়াছে। এক্ষণে পুণ্ড, ও স্বক্ষ নামেরও পরিবর্তন হইয়াছে। ఝౌ3C এখন তাঙ্গ রাঢ় নামে পরিচিত। আর দক্ষিণ ও পূৰ্ব্ব ভাগকে প্রাচীন কালে বঙ্গ বলি পৰ্ত্তমান সময়ে দক্ষিণ ভাগের নাম বগড় ও পূৰ্ব্ব ভাগের নাম বঙ্গ । লগড়া কোন সময়ে সমতট ও কোন সময়ে উপবঙ্গ নামে অভিহিত হইত। আবার সুহ্ম বা রাঢ়ের পশ্চিম তাহাকে তাম্রলিপ্ত ও ললিত, এই সকল প্রদেশ এককালে গৌড়দেশ নামেও প্রসিদ্ধ ছিল। এক্ষণে এ সমস্ত ভূভাগেরই নাম বঙ্গদেশ। হিন্দুদের রাজত্বের সময় বঙ্গদেশ নামই প্রচলিত ছিল। তাহার শেষ ভাগে বাঙ্গলা নামের প্রচলন হইলেও মুসলমান আমলে বঙ্গদেশ বাঙ্গলা নামেই প্রসিদ্ধ হইয়া উঠে । ইংরাজরা আনার বেঙ্গল ( Bengal ) করিরা লইয়াছেন। तान्नला ७ ८दत्रश cय वत्र श्रङहे शहेग्रांप्रह তাহা অবশ্ব বুঝিতে পারিতেছ। এখনও