পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*

শিশু-ভারতী লইয়। এথেন্স পরিত্যাগ করিয়া ঈজিনা ঠালারিস প্রভৃতি দ্বীপে আশ্রয় লইল । গ্রীকনৌবাহিনীও হালাধিস্থ দ্বীপে নোঙ্গর করিল। এদিকে ক্ষয়াশ বিনা বাপায় ফোকিস (Phocis) ও ধী ওশিয়ার মধ্য দিযা অ্যাটিকাসু প্রবেশ করিলেন। এথেন্সে উপস্থিত হইয়া তিনি দেখিলেন নগর জনশৃঙ্গ। শুধু অল্পসংখ্যক বীর অ্যাক্ৰপলিস ( Aeropolis ) রক্ষা করিধার জন্ত জীবনের মায়া পরিত্যাগ করিয়া অবস্থান করিতেছে। তিনি তখন অ্যাক্ৰপলিস অবরোধ করিলেন এবং প্রায় দুই সপ্তাই ভাগণ যুদ্ধের পরে উক। দখল কলিতে সক্ষম হইলেন। পরাজিত গ্রীকের নিষ্ঠত হইল ; তাছাদের মন্দির, ঘরবাড়ী লুষ্ঠিত ও ভক্ষ্মীভূত হইল। এই সময়ে গীক মেী সৈন্তাধক্ষের ( Admirals) স্থির করিল সে গুলাধিসে নৌবাহিনী রাখা বিপজ্জনক । তাছাদের উচিত রণতরীগুলি করিন্থ যোজকে স্থলসৈন্সের সন্নিকটে লইয়া যাওয়া। থেমিষ্টfরস্ দেখিলেন ইছার ফলে মেগারা (Megara ) শুলামিস ও ঈজিন শত্ৰুচুস্তে পতিত হইবে। যে করিয়াই হউক, এই প্রস্তাব নাকচ করিতে হইবে। তিনি গোপনে নৌসেনাপতি ইউরিবিয়াদিসের সঙ্গে দেখা করিয়! হালামিসে অবস্থান করিবার সুবিধা বুঝাইয়া দিলেন। নৌসৈন্তাধ্যক্ষদের জানাইলেন যে যদি গ্রীকনৌবাহিনী হ’ল|মিস পরিত্যাগ করে তলে এথেন্সের যুদ্ধজাহাজগুলি আর তাeাদের সঙ্গে একযোগে কাজ করিবে ন—অন্তএ চলিয়া যাইবে । ওদিকে ক্ষয়ীশের আদেশে পাবস্তের নৌবাহিনী স্বালামিস প্রণালীর প্রবেশপথ রুদ্ধ করিতে চেষ্টত ইছল। ষ্টা দেখিয়া গ্ৰীক নেী-সৈন্তাধক্ষেরা সেখান ইষ্টতে পলায়ন করিতে কৃতসঙ্কল্প হইল। থেমিষ্টক্লিস দেখিলেন আর পারা যাইবে না। কাজেই তিনি নিরুপায় ইয়া চতুরীর আশ্রয় লইলেন। গোপণে তিনি তষ্ঠার এক বিশ্বস্ত ক্রীতদাসকে ক্ষয়৷শের নিকট প্রেরণ করিয়া জানাইলেন যে তিনি পকৃতপক্ষে পারস্য-রাজের বন্ধু। কাজেই তিনি জানাইতেছেন যে রাত্রিযোগে গ্ৰীকৃ নৌবাহিনী স্তলোমিস পরিত্যাগ করিয়া যাইবে । পারস্য-রাজের উচিত তাছাতে বাধা দেওয়া ; কারণ স্থলামিসে যুদ্ধ হইগে পারসিক বাহিনীর জয় ধ্রুব নিশ্চিত। তাছার পরামর্শমত পারম্ভ


রণতরী স্তালামিস্ প্রণালীর নির্গম পথ রুদ্ধ করিল। এইবাব থেমিষ্টক্লিস গ্রীক নেী সৈন্তাধাক্ষদের জানাইলেন যে গুলোমিস্ পরিত্যাগ করা অসম্ভব— পারস্ত যুদ্ধজাহাজ তাছাপের প্রবেশ ও নির্গমনের j میر 3. * * * ... پيf 2y': ٤ :ي z م গ্রীক রথচালক-৪৭৫ খৃঃ পূৰ্ব্ব পথ অবরদ্ধ করিয়াছে। তখন নিরূপায় হইয়া স্তালামিসেই যুদ্ধ হইবে স্থির হইল । পরদিন ভোরবেলা যুদ্ধ আরম্ভ হইল। সমস্তদিন ধরিয়া যুদ্ধ চলিল। দুই পক্ষই অসীম বীরত্বের সহিত যুদ্ধ করিতে লাগিল। গ্রীকদের অপেক্ষ পারসিকদের যুদ্ধজাহাজ অনেক বেশী ছিল। কিন্তু তাছা হইলে কি হইবে সঙ্কীর্ণ জায়গায় অধিকসংখ্যক পোত থকাতে তাহারা মোটেই রণ-নৈপুণ্য দেখাইতে পারিল না। পদে পদে তাছাদের বাধা উপস্থিত হইতে লাগিল । নিজেদের জাহাজে জাহাজে ঠোকাঠুকি হইতে লাগিল। স্বচ্ছন্দমত মোটেই তাছারা ঘুরাফের করিতে পারিল না। স্বতরাং ফলে হইল এই যে দ্রুতগামী গ্ৰীকজাহাজগুলি নানাদিক হইতে २१8*


X

\