পাতা:শুকসংবাদ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * ৷ শুকসংবাদ ॥ ৯২৯ স্থানে, দেন নাই এইসে কারণ n এক্ষণে তোমার হাতে,'পড়ে ছিহে সঙ্কটেতে রাখ কিন্তু বধহ জীবন ৷ শুনি রাজ অনুচর প্ৰসন্ন বালকোপর, হয়ে মনে দিবেচনা করে । যকিন্তু নররায়; পায়ে এর পরিচয়, জিজ্ঞাসেন বালকের তরে ৷ তৰে অামি কি প্রকারে; কোথায় পাইব এরে, এত চিন্তি না মারিয়া তারে। গোপন করিয়া অতি, কহে ভূপতির প্রতি; মারিয়াছি সেই বাল কেরে । রাজা এই কখা শুলে, ক্ৰোধ সাম্য কার মনে, ইলেন প্রফুল্য অন্তর। রাজ্ঞী এই বাৰ্ত্ত শুনি ইলন বিষাদিনী; মণি হারা ফরি সোসর। এঃে পূত্রে নিধন তাঃে ভূপের বজ্জন, দুঃখের উপরে দুঃখ আতি । নিদাৰণ শোক পায়ে, খেদে অধ বৰ্ত্ত, হয়ে, নেৰু জলে ভাষিছে যুবভী এক প্রাচীন। কিঙ্করা, আছিল নৃপের পূরা, রাণীকে দেখিয় উৎকণ্ঠিত ; নিকটে আসিয়া কয়, কেন রাণী এ সময়, দেখি গে; তোমারে ৰিম? তা। শুনি রাণী কহে তায়ঃ জাদ অস্ত সমৃদয়ঃ আপন দুঃখের বিবরণ। শুনি দাসী কঙ্গে রাণীঃ মিছে কেন বিষাদিনীং চিত্ত্বে ধৈর্য্য ধর গো এখন ৷ আমি কোন কৌশলেতেঃ জানাইয়া ধরা নাখে, তব সহ করাৰ মিলন । রাণী কহে ওগো মাতাঃ যদি মৃম মন ব্যথাঃ করিতে পারই নিবারণ । তবে নানা বুভুদিয়েঃ “్న