পাতা:শেষ প্রশ্ন.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏፃእ শেষ প্রশ্ন কমল কহিল, গাড়ীখানা বেচে ফেললেই অনায়াসে টাকা পাওয়া যাবে । অজিত বিস্মিত হইয়া বলিল, গাড়ী বেচবো ? কিন্তু এ তো আমার নয়,—আগুবাবুর। தி কমল কহিল, তাতে কি ? অাণ্ডবাবু লজ্জায় ঘৃণায়,গাড়ীর নাম কখনো মুখে আনবেন না। কোন চিন্তা নেই, চলুন। শুনিয়া অজিত স্তক হইয়ু রহিল। তাহার বা হাতখানা তখনও কমলের কাধের উপর ছিল, স্থলিত হইয়া নীচে পড়িল । বহুক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল, তুমি কি আমাকে উপহাস কোরচ ? না, সত্যিই বলুচি । , সত্যিই বোলুচ, এবং সত্যিই ভাবচো পরের জিনিস আমি চুরি করতে পারি ? এ কাজ তুমি নিজে পারো ? কমল বলিল, আমার পারা না পারার ওপর যদি নির্ভর করতেন অজিতবাবু, তখন এর জবাব দিতাম। পরের জিনিস আত্মসাৎ করবার সাহস আপনার নেই। চলুন, গাড়ী ঘুরিয়ে নিয়ে আমাকে বাসায় পৌছে দেবেন। ফিরিবার পথে অজিত ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, পরের জিনিস আত্মসাৎ করার সাহসটা কি খুব বড় জিনিস বলে তোমার ধারণা ? •কমল কহিল, বড় ছোটর কথা বলিনি। এ সাহস আপনার নেই তাই শুধু বলেচি। 輸 د , না নেই, এবং সেজন্যে লজ্জাবোধ করিনে। এইখতিয়া অজিত একটু থামিয়া কহিল, বরঞ্চ থাকৃলেই লজ্জা বোধ কোরতাম। আর আমার বিশ্বাস সমূন্ত ভদ্রব্যক্তিই এ কথায় সায় দেবেন। কমল কহিল, সায় দেওয়া সহজ। তাতে বাহবা পাওয়া যায়।