পাতা:শেষ প্রশ্ন.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ፃ8 অজিত কহিল, তাহলে ড্রাইভারের পাশে না বলে ভেতরে বসুননা ? কমল বলিল, ড্রাইভার ত আপনি নিজে। কাছে না বস্লে গল্প কোরব কি কোরে ? অতদূরে পিছনে বসে বুঝি মুখ বুজে যাওয়া যায় ? আপনি উঠুন, আর দেরি করবেননা । অজিত উঠিয়া বসিয়া গাড়ী ছাড়িয়া দিল। পথ সুন্দর এবং নির্জন, কদাচিৎ এক আধ জনের দেখা পাওয়া যায়—এই মাত্র। দ্রুতলেগ ক্রমশঃ দ্রুততর হইয়া উঠিল, কমল কহিল, আপনি জোরে চালাতেই ভালবাসেন, না ? অজিত বলিল, ই । ভয় করেনা ? না । আমার অভ্যাস আছে। অভ্যাসই সব। এই বলিয়া কমল একমুহূর্ত মৌন থাকিয়া কহিল, কিন্তু আমার ত অভ্যাস নেই, তবু এই আমার ভাল লাগচে। বোধহয় স্বভাব, না ? অজিত কহিল, তা’ হতে পারে। কমল কহিল, নিশ্চয় । অথচ, এর বিপদ আছে। যারা চড়ে তাদেরও, আর যারা চাপা পড়ে তাদেরও,—না ? অজিত কহিল, না, চাপা পড়বে কেন ? কমল কহিল, পড়লেই বা অজিতবাবু। দ্রুতবেগের ভারি একটু আনন্দ আছে। গাড়ীরই বা কি, আর এই জীবনেরই বা কি ! কিন্তু যারা ভীতু লোক তারা পারেনা। সাবধানে ধীরে ধীরে চলে। ভাবে পথ-ইটার স্থখটা যে বঁাচলো এই তাদের ঢের। পথটাকে ফ্লাকি দিয়েই তারা খুসি, নিজেদের ফাকিটা টেরও পায়ন। ঠিক না অজিত বাৰু ?