পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

উঠল সাদা হয়ে।
বক উড়ে চলেছে পাহাড় পেরিয়ে
জলার দিকে,
শঙ্খচিল উড়ছে একলা
ঘন নীলের মধ্যে,
ঊর্ধবমুখ পর্বতের উধাও চিত্তে
নিঃশব্দ জপমন্ত্রের মতো

বেলা হল,
ডাক পড়ল ঘরে।
ওরা রাগ ক'রে বললে,
‘দেরি করলি কেন?
চুপ করে থাকি নিরুত্তরে।
ঘট ভরতে দেরি হয় না
সে তাে সবাই জানে;
বিনা কাজে উপচে-পড়া সময় খােওয়ানো,
তার খাপছাড়া কথা ওদের বােঝাবে কে?

৯৮