পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

যাই চলে অর্থহীন গান গেয়ে গেয়ে।

প্রাণে আর চেতনায় এক হয়ে ক্রমে
আনায়াসে মিলে যাব মৃত্যুমহাসাগরসংগমে,
আলাে আঁধারের দ্বন্দ্ব হয়ে ক্ষীণ
গোধুলি নিঃশব্দ রাত্রে যেমন অতলে হয় লীন

জোড়াসাঁকো

৫ এপ্রিল ১৯৩৪

চার-সংখ্যক কবিতা তুলনীয়

১৮৪