পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

আঁকা হচ্ছে, মােছা হচ্ছে।
বুদবুদের মতাে উঠল মহেন্দজারাে,
মরুবালুর সমুদ্রে নিঃশব্দে গেল মিলিয়ে।
সুমেরিয়া, আসীরিয়া, ব্যাবিলন, মিশর,
দেখা দিল বিপুল বলে
কালের ছােটো-বেড়া-দেওয়া
ইতিহাসের রঙ্গস্থলীতে;
কাঁচা কালির লিখনের মতাে
লুপ্ত হয়ে গেল
অস্পষ্ট কিছু চিহ্ন রেখে।

তাদের আকাঙক্ষাগুলাে ছুটেছিল পতঙ্গের মতাে
অসীম দুর্লক্ষ্যের দিকে।
বীরেরা বলেছিল,
অমর করবে সেই আকাঙক্ষার কীর্তিপ্রতিমা;
তুলেছিল জয়স্তম্ভ।
কবিয়া বলেছিল, অমর করবে
সেই আকাঙক্ষার বেদনাকে;
রচেছিল মহাকবিতা।

সেই মুহূর্তে মহাকাশের অগণ্যযােজন পত্রপটে
লেখা হচ্ছিল

৭৭