পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

বন্ধু বললে,
'এলেম তােমার ঘরে
ভরা পেয়ালার তৃষ্ণা নিয়ে।
তুমি খেপার মতাে বললে,
আজকের মতাে ভেঙে ফেলেছি
ছন্দের সেই পুরােনাে পেয়ালাখানা।
আতিথ্যের ত্রুটি ঘটাও কেন?'

আমি বলি, ‘চলাে-না ঝরনা-তলায়,
ধারা সেখানে ছুটছে আপন খেয়ালে,
কোথাও মােটা কোথাও সরু।
কোথাও পড়ছে শিখর থেকে শিখরে,
কোথাও লুকোলাে গুহার মধ্যে।
তার মাঝে মাঝে মােটা পাথর
পথ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বর্বরের মতাে,
মাঝে মাঝে গাছের শিকড়
কাঙালের মতাে ছড়িয়েছে আঙুলগুলাে-
কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকির মধ্যে।'

সভার লোকে বললে,
‘এ যে তােমার আবাঁধা বেণীর বাণী,
বন্দিনী সে গেল কোথায়?'

৮৭