পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe শৈশব সঙ্গীত । জ্যোতিহীন নেত্র তার ; পাতাটিও তুলিবার নাই যেন আখির শকতি; দ্বারে শুনি পদধবনি হৃদয়ে বিস্ময় গণি তুলে মুখ ধীরে ধীরে অতি । সহসা নয়নে তার জ্বলিল অনল, সহসা মুহুর্ত তরে দেহে এল বল । “ললিতা” “ললিতা” বলি করিয়া চীৎকার— দু-পা হয়ে অগ্রসর-কম্পবান কলেবর শ্রান্ত হয়ে ভূমিতলে পড়িল আবার । করুণ নয়নে অতি—ললিতা-মুখের প্রতি অজিত রহিল স্তব্ধ একদৃষ্ট্রে চাহি ; দীপশিখা অতি স্থির – স্তব্ধ গৃহ সুগভীর, চারিদিকে একটুকু শাড়াশব্দ নাহি । দুই হাতে আঁখি চাপি, থরথর কপি কঁপি মুচ্ছিয়। ললিত বালা পড়িল অমনি ; বাহিরে উঠিল ঝড়, গর্জিল অশনি, জীর্ণ গৃহ কঁপাইয়-ভগ্ন বাতায়ন দিয়া প্রবেশিল বায়ুচ্ছাস গৃহের মাঝারে, নিভিল প্রদীপ,-গৃহ পূরিল আঁধারে ।