বিষয়বস্তুতে চলুন

পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○8 ° শৈশব সঙ্গীত । যদিও বা ফুলে কাটা থাকে ভূলে তাহাতে কিসের ভয় । ফুলেরি উপরে ফেলিব চরণ, কাটার উপরে নয় । ত্বরা কোরে আয় ত্বরা কোরে আয়, যাই মোরা যাই চল । নিঝর যেমন বহিয়া চলিছে হরষেতে টলমল, নাচিছে, ছুটিছে, গাহিছে, খেলিছে, শত আখি তার পুলকে জ্বলিছে, দিন রাত নাই কেবলি চলিছে, হাসিতেছে খল খল । তরুণ মনের উছাসে অধীর ছুটেছে যেমন প্রভাত সমীর; ছুটেছে কোথায় ?—কে জানে কোথায় ! তেমনি তোরাও আয় ছুটে আয়, তেমনি হাসিয়া—তেমনি খেলিয়া, পুলক-উজল নয়ন মেলিয়া, হাতে হাতে বাধি করতালি দিয়া গান গেয়ে যাই চল ।