পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিক । না হয় নীরবে রব?—না হয় কথা না কব? শুনিব তোদেরি গান এ শ্রবণ পূরে। এই ছিন্ন জীর্ণ পাখী বিছায়ে গগনে যাব প্রাণ পণে ; পথমাঝে শ্রান্ত যদি হই অতিশয় তবে—দিস্রে আশ্রয় । পথে যে কণ্টক আছে কি ভাবিলি তার ? কত শুক'জলাশয়, কত মাঠ মরুময়, পৰ্ব্বত-শিখর-শায়ী বিস্তত তুষার। কত শত বক্রগতি নদী খরস্রোত অতি, ঘুরিছে দারুণ বেগে আবর্তের জল, হা দুৰ্ব্বল তুই তার কি ভাবিলি বল ?— ভাবিয়াত কাটায়েছি সারাটি জীবন, ভাবিতে পারি না আর—জীবন দুৰ্ব্বহ ভার ; সহিব এ পোড়াভালে যা আছে লিখন । যদি প্রতি পদে পদে অদৃষ্ট্রের কাটা বিধে, প্রতি কাটা তুলে তুলে কত আর চলি । না হয় চরণে বিধি মরিব গো জ্বলি । আমি যাব গো । Nనిషి