ॐ रे শ্ৰীকান্ত ছেলেটির পানে চাহিয়৷ দুর্গানাম জপিতে লাগিল। পিসিমা ত ভয়ে কাদিয়াই ফেলিলেন । নীচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাড়াইয়। হিন্দুস্থানী সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল, এবং এক-একটা অস্ত্র পাইলেই নামিয়া আসে, এমন আভাসও দিল । বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল, দ্বারিকবাবু, এ বাঘ নয় বোধ হয়। তাতার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়েল বেঙ্গল টাইগার দুই থাবা জোড় করিয়৷ মানুষের গলায় কাদিয়া উঠিল । পরিস্কার বাঙ্গাল করিয়া কহিল, ন বাবুমশাই, না। আমি বাঘভালুক নই—ছিনাথ বউরূপী। ইন্দ্ৰ হে হো করিয়া হাসিয়৷ উঠিল। ভট্চাযিামশাই খড়ম হাতে সৰ্ব্বাগ্রে ছুটিয়া আসিলেন —হারামজাদ তুমি ভয় দেখাবার জায়গা পাও না ? পিসেমশাই মহাক্রোধে হুকুম দিলেন, কান পাকড়কে লাও । কিশোরী সিং গিয় তাহার কান ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া আনিল । ভট্চাযিামশাই তাহার পিঠের উপর খড়মের এক ঘ বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন, এই বক্তাতকে বাস্তে আমার গতর চুর্ণ হো গিয়া। খোট্ট ব্যাটার আমাকে যেন কিলায়কে কাটাল পাকায় দিয়া— ছিনাতের বাড়ী বারাসাতে । সে প্রতিবৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে । কালও এ বাড়ীতে -সে নারদ সাজিয়া গান শুনাইয়। গিয়াছিল । সে একবার ভট্চাযিামশায়ের, একবার পিসেমশায়ের পায়ে পড়িতে লাগিল। কহিল, ছেলের অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাধাইয়া তোলায় সে নিজেও
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৮
অবয়ব