S史8 শ্ৰীকৃষ্ণকীর্তন বল করি ছিণ্ডিবেক সাতেসরী হার । দেখির্জা বা কি বুলিব ঘরের গোআল ৷ ২ ৷ আকারণে এহা পথে আণায়িলি মোরে । মিছে ছাচে কাহাঞি ভাণ্ডার্তা যাই ঘরে ॥ এবার ভাণ্ডার্তা যবে কাহাঞিক জাইএ । আরবার তবে বড়ায়ি মথুরা না জাইএ ॥ ৩ ॥ র্তে হেন বড়ায়ি ছিতে মোর হএ ডরে । এ পুণি তোহ্মার লাজ বুঝহ অন্তরে ॥ এহা জানি যেহি যোগ্য সেহি থীর কর । গাইল বড়, চণ্ডীদাস বাসলী বর ॥ ৪ ॥ মদীয়মানসোল্লাসি সাধুক্তং রাধিকে ত্বয়া । অথ স্মরশুচ: পাহি দুঃস্বনং সৰ্ব্ববর্ণন ॥ কেদাররাগঃ ॥ রূপকং ॥ বনে বনে পালাইৰ্তা রাধা যবে জাএ। আগুছিৰ্তা বাটে তবে কাহাঞি রহাএ ॥ " তাক দেখি বড়ায়ি পালটি অথবেথে । অতি বড় চেণ্টালি রহিলী মূল পথে ॥ ১ ॥ একসরী রাধা দেখি কাহাঞি মনে গুণে । পালিল বড়ায়ি মোর পূর্ব বচনে ॥ ধ্রু ॥ বড়ায়ি বড়ায়ি বুলি অঞ্চর নয়নে । কান্দএ একসরী রাধা মাঝ বনে ॥ লোহ মুছিঙ্গা কাহ্ন আপণ বসনে । মা করিহ ভয় রাধা বুলিল বচনে ॥ ২ ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১৬
অবয়ব