বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ტა» শ্ৰীকৃষ্ণকীর্তন [ তামূলখণ্ড কবিকঙ্কণে,— কিবা যুবা নহলী যৌবন। নবীন, নূতন। ১ । সুনী—শূন্তপুরাণে মুনি’ (পৃ. ১০)। শুনিয়া। ধরিবাক-মাধব দেবকৃত আদিকাণ্ডে,— সরযুক সিন্ধু জল আনিবাক গৈলা । বাহুবলে জিনিবাক পারে ত্ৰিজগত । মৈথিলী ‘করিবাক’, ওড়িয়া কিরিবাকু প্রভৃতি পদ তুল”। ধরিতে, ধরিবারে । পারেী-মাধব কন্দলিকৃত সুন্দরাকাণ্ডে,— আমিতে যাইবাক পারে শতেক যোজন। চৈতন্যভাগবতে,— সেবকের দ্রোহ মুঞি সহিতে না পারে।—(মধ্যখও, ৩য় অ” ) পারি। পরাণী- প্রাণ। বড়ায়ি ল-বড়াই লো, বড়ই গে। ল' সম্বোধনসূচক ‘আলী ( হল ) শব্দেরই রূপভেদ। ای د-Bi۲ দারুন—দারুণ, ক্রর। কুসুমশর—কাম, কল্প। সুদৃঢ় সন্ধানে—অব্যর্থ শরযোজনা দ্বারা । আতিশয়—অতিশয় । মন— হৃদয় । হানে—বিদ্ধ করিতেছে, আঘাত করিতেছে। রাঢ়ে ফাটা অর্থে ‘হানা' শব্যের প্রয়োগ কচিৎ শুনা যায় । পরাণ আধিক—প্রাণাধিক । মো—আমি । তোহ্মারে— তোমাকে, তোমায়। রাধিকা—রাধিকাকে । মান অর্ণ-সম্মত করিয়া, বশীভূত করিয়া। ২ । তাত—প্রা” ‘তত্ত’। তাহাতে। જેૌદ્ધ–૧ાન করিতেছে । সুসর—সম্বর, মুমধুর স্বর। পঞ্চম শর-পঞ্চম স্বরে। গাএ-গান করিতেছে। পিকগণে—“পিক' শব্দ যাবনিক ; ‘নেম-সত-পিক-কোকিলতামরস এতে ভবস্তি যাবনিকাঃ শব্দtঃ’ ( শবরস্বামিকৃত মীমাংসাশ্লোক