পৃ” ২৬ ] ভাষা-টীকা 8Q ○ না থাকিব তোর থানে ইত্যাদি—{ ফলিতাৰ্থ) কানাই, আমি তোমার ত্রিসীমায় থাকিব না, তোমার জন্ত আমি দেশত্যাগিনী হইব । ২। চিন্তিলো—চিন্তা করিলাম। তবে হো—তবে-ও, তাই । বুইলে—বলিল। দেহত—দেহে । পীত—পিত্তনাড়ী থাকাতেই ঘূণা, লজ্জা, ধিক্কার প্রভৃতি বোধ হইয়া থাকে। তোহ্মার দেহত ইত্যাদি— কানাই, তোমার শরীরে কি ‘ঘেন্নাপিত্তির’ লেশ মাত্র নাই ? ৩ । কাজে—কাৰ্য্যে। গেলো।—মাধবকন্দলিকৃত অরণ্যকাণ্ডে,— বলর গৰ্ব্বত পূৰ্ব্বকালে মই গৈলে দণ্ডকার বন ॥ গেলাম, গমন করিলাম । ৪ । গরল বচন—বিষডুল্য বাক্য, কটু কথা । শুণিঅ -শুনিয়া। করিব-করিবে । و چ-tی ১ । আপরাধ-অপরাধ, দোষ । মারিঅ'-আঘাত করিয়া। সাধীল—সাধিল, সাধন করিল । আপণ—প্রা” “অপপণে ( আত্মন: ) । স্বকীয় । যে না—প্লা জে’ (যে ) এবং না নিশ্চয়ে। ২। হনুমন্তী—প্রা হনুমন্ত’। হনুমান। তেহেন—বিদ্যাপতিতে,— যেহন বিরহ হে তেহন সিনেহ । তেমন, সেইরূপ। দৃতা—দূতী ৷ ভাগিল—ভগ্ন। তুল খেপিল বাণ যেন রাখিল নয় (প’ক’ত)। পুর্নী—পুনঃ । যোড়াইর্তে—জোড় দিতে, সংযোজিত করিতে। শকতী—সমর্থ। শুচী—ছুচ, হুচী। বাঢ়িআ— স" ‘বট’ (রজ্জ,)। শণ অথবা পাট-নিৰ্ম্মিত দড়ি। বহাএ—চালায়, প্রবেশ করায় । খাএ—খায় । ৩। পাঠাইলে –পাঠাইলাম। পুথিতে পাঠাইবো । কীষে—এr
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৪৩
অবয়ব