পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o 8 জৈবধৰ্ম্ম [ সপ্তম

র্তাহার স্বভাব পাইয়া অতিথি ও বৈষ্ণবগণকে কোন আদর করিতেন না। যৌবনাবস্থাতেই সেই বণিক্‌দম্পতির চারিট পুত্র ও দুইট কন্যা হয় ; কন্থাগুলিকে ক্রমশ: বিবাহ দিয়া পুত্ৰগণের জন্ত বিপুল অর্থ রাখিয়াছেন । যে গৃহে বৈষ্ণন-সমাগম হয় না, তথায় শিশুগণেব দ্যা-ধৰ্ম্ম সহজেই পৰ্ব্ব কয় । শিশুগুলি যত বড় হইতে লাগিল, ততই তাহারা স্বার্থপর হইয়া অর্থলালসায় পিতামাতাব মৃত্যু কামনা করিতে লাগিল। বণিক্‌দম্পতির আর অমুখেব সীমা বহিল না। ক্রমে পুত্রদিগকে বিবাহ দিলেন । বধূগুলিও যত বড় হইতে লাগিল, আপন আপন পতির স্বভাব লাভ করিয়া কৰ্ত্তা ও গৃহিণীব মরণ কামনা করিতে লাগিল । এখন পুত্ৰগণ কৃতী হইয়াছে, দোকানে খরিদ বিক্রয় করে । পিতার অর্থগুলি প্রায় সকলেই ভাগ করিয়া কাৰ্য্য করিতে লাগিল । - চণ্ডীদাস একদিন সকলকে একত্র করিয়া বলিলেন,—দেখ, আমি বাল্যকাল হইতে ব্যয়কুণ্ঠ স্বভাবৰাবা এত অর্থ তোমাদের জন্ত রাপিয়াছি । কখনও নিজে ভাল আহার বা ভাল পরিচ্ছদ স্বীকার করি নাই ; তোমাদের জননীও তদ্রুপ ব্যবহারে কাল কাটাইলেন। এখন আমরা প্রায় বৃদ্ধ হইলাম ; তোমরা যত্নের সহিত আমাদিগকে প্রতিপালন করিবে—এই তোমাদের ধৰ্ম্ম । কিন্তু তোমরা আমাদিগকে অযত্ন কর দেখিয়া বড়ই দুঃখিত আছি । আমার কিছু গুপ্ত ধন আছে, তাহ আমি যিনি ভাল পুত্র হইবেন তাহাকেই দিব । পুত্র ও পুত্রবধূগণ মৌনভাবে ঐ সব কথা শ্রবণ করিয়া অন্যত্র একত্র হইয়া এই সিদ্ধান্ত করিলেন যে, কর্তা ও গৃহিণীকে বিদেশে পাঠাইয়া গুপ্তধন অপহরণ করাই শ্ৰেয় । যেহেতু, কর্তা অক্ষায়পূর্বক ঐ ধন কাহাকে দিবেন, তাহ বলা যায় না। সকলে এই স্থির করিলেন যে, কর্তার শয়নঘরে ঐ ধন পোতা আছে ।