পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

->*४२ জৈবধৰ্ম্ম [ একাদশ উচ্চৈঃশ্বরে “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 'রাম রাম , হরে হরে।” এই মহামন্ত্র গান করিতেছেন । কেহ কেহ করতালবাদ্যের সহিত “সংকীৰ্ত্তন মাঝে নাচে গোর বিনোদিয়া” গাইতে গাইতে অগ্রসর হইতেছেন। কেহ কেহ বা “শ্ৰীকৃষ্ণচৈতন্ত প্ৰভু নিত্যানন্দ। ঐঅদ্বৈত গদাধর শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ” এই কথা বলিয়া নাচিতে নাচিতে চলিতেছেন। অনেকেরই চক্ষে দর দর ধারা । কাহারও কাহারও অঙ্গ পুলকিত হইতেছে, কেহ কেহ আকুতিপূর্বক ক্ৰন্দন করিতে করিতে বলিতেছেন, হা গৌরকিশোর ! তোমার নবদ্বীপের নিত্যলীলা কবে আমার নয়নগোচর হইবে ! কোন কোন বৈষ্ণবগণ মৃদঙ্গবাদ্যের সহিত নাম গান করিতে করিতে চলিতেছেন। কুলিয়ানিবাসিনী গৌরনাগরীগণ বৈষ্ণবদিগের পরমভাব দেখিয়া আশ্চৰ্য্য হইতেছেন । এইরূপে চলিতে চলিতে বৈষ্ণবগণ যখন শ্ৰীমন্মহাপ্রভুর নাটমন্দিরে উপস্থিত হইলেন, বণিকৃ যজমান গলবস্ত্র হইয়। বৈষ্ণবদিগের চবণে পড়িয়া অনেক মিনতিপূৰ্ব্বক দৈন্ত প্রকাশ করিতে লাগিলেন। বৈষ্ণবগণ নাটমন্দিরে উপবিষ্ট হইলেন। সেবায়েতগণ প্রসাদীমাল আনিয়া তাহদের গলদেশে অর্পণ করিতে লাগিলেন। তৎপরে ‘শ্রীচৈতন্যমঙ্গল’ গান হইতে লাগিল। অমৃতময়ী চৈতন্যলীলা শ্রবণ করিতে করিতে বৈষ্ণবদিগের নানাপ্রকার সাৰিক পিকার হইতে লাগিল । যখন সকলে এইরূপ প্রেমানন্দে নিমগ্ন ছিলেন, সেই সময় একটা প্রতিহারী মাসিয়া কর্তৃপক্ষকে জানাইল যে, বহিম গুপে সাতসইকা পরগণার প্রধান মোল্লাসাহেব স্বীয় দলবলে আসিয়া বসিয়াছেন, এবং তিনি কোন কোন পণ্ডিতবৈষ্ণবের সহিত আলাপ করিতে ইচ্ছ করেন। কর্তৃপক্ষীয় স্বাস্তগণ সমাগত পণ্ডিতবাবাজীদিগকে সেই কথা जांनाहेtणन । जनांहेबांभांब रैवक्षदभ७णैौब्र ब्रेनउजखनिऊ ५क«कब्रि दिषांश खेनिङ रुहेण । ॐौभक्षारीौ८°ब्र कृष्कमांग यावांबैौ भइशं*ञ्च छिछागां