পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সাধন ఫి)న করিব। অদ্য অধিক রাত্র হইল, বাট যাই এই মনে মনে করিয়া বলিলেন,—বাবাজী মহাশয়, অদ্য আপনার নিকট অনেক স্বজ্ঞান লাভ কবিণাম । আমি মধ্যে মধ্যে আপনার নিকট আসিয়া এইরূপ শিক্ষা গ্রহণ করিব। আপনি মহামহোপাধ্যায়, আমার প্রতি কৃপা করিবেন। আমার একটী বিষয় জিজ্ঞাস্য আছে, তাহার উত্তব শুনিয়া অদ্য বিদায় হইব,—শ্ৰীশচীননান গৌরাঙ্গ কি তাহার শিক্ষণসকল কোন গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছেন ? আমি সেই গ্রন্থখানি পাইতে বাসনা করি । বাবাজী । শ্ৰীশ্ৰীমহা প্ৰভু স্বয়ং কোন গ্রন্থ লেখেন নষ্ট । র্তাহার অমুচরগণ র্তাহার আজ্ঞাক্ৰমে অনেক গুলি গ্রন্থ রচনা করিয়াছেন । মহাপ্রতু স্বয়ং জীবগণকে স্বত্ররূপে ‘শিক্ষাষ্ট্ৰক’ নামক আটট শ্লোক দিয়াছেন, তাহাই ভক্তগণেব কণ্ঠমণিহার। তাহাতে র্তাহার শিক্ষা সমস্তই আছে, —গৃঢ়রূপে আছে। ভক্তগণ সেই গুঢ়তত্ত্ব বিচার করিয়া দশমূল রচনা করিয়াছেন। সেই দশমূলে সম্বন্ধ-অভিধেয়-প্রয়োজন-বিচারে সাধ্যসাধন স্বত্ররূপে কথিত আছে। আপনি প্রথমে তাহাই বুঝিয়া লউন ৷ ব্ৰজনাথ বলিলেন,—যে আজ্ঞা, কল্য সন্ধ্যার পর আসিয়া আপনার নিকট দশমূল শিক্ষা গ্রহণ করিব। আপনি আমার শিক্ষাগুরু, আপনাকে দণ্ডবং প্রণাম করি। বাবাজী মহাশয় সাদরে তাহাকে আলিঙ্গন করিয়া কহিলেন,— বাবা, তুমি ব্ৰহ্মকুল পবিত্র করিয়াছ ; কল্য সন্ধ্যায় আসিয়া আমাকে আনন্দ প্রদান করিবে ।