পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G:૨૨ জৈবধৰ্ম্ম [ ত্রয়স্ত্রিংশৎ ১৪। শ্ৰীবৃক্ষ, ১৫ । যুপ, ১৬ । বাণ, ১৭ । তোমর, ১৮ । মালা ; দক্ষিণ হস্তে বামহস্তেব দ্যায পরমায়ু রেখাদিত্ৰয় । অঙ্গুলীগুলিব অগ্রে শঙ্খ পাচটী। তর্জনীতলে চামব, ১০ । কনিষ্ঠ তলে অস্কুশ, ১১ । প্রাসাদ, ১২ । দুন্দুভি, ১৩ । বজ, ১৪ । শকটযুগ, ১৫ । কেদও, ১৬। অসি, ১৭ ৷ ভৃঙ্গার। বাম চরণে সপ্ত, দক্ষিণ চরণে অষ্ট, বাম করে অষ্টাদশ, দক্ষিণ করে সপ্তদশ, একত্রে পঞ্চাশ চিন্তু সৌভাগ্যরেখা। বিজয। এই সমস্ত গুণ তন্তে কি সম্ভব হয় না ? গোস্বামী । জীবে বিন্দু বিন্দু রূপে এই সকল গুণ গাছে । শ্রীরাধিকার এই সমস্ত গুণ পূর্ণরূপে থাকে। দেবী প্রভৃলিতে অন্ত জীব অপেক্ষ কিছু কিছু অধিক পরিমাণে অ ছে। ঐ বাপার সমস্ত গুণই অপ্রাকৃত, কেননা প্রাকৃত জগতে কাহাতেও এসকল বিশুদ্ধ ও পূর্ণরূপে নাই । গৌবী প্রভূতিতেও এসব গুণের শুদ্ধতা ও পূর্ণতা নাই । বিজয় । আহা ! শ্ৰীমতী রাধিকাব রূপ-গুণ অবিচিন্ত্য । তাহার কৃপাতেই কেবল তাহা অনুভব করা যাম । গোস্বামী । সেরূপ গুণের কথা আর কি বলিব, স্বয়ং কৃষ্ণ ও যে রূপ ও গুণ দেখিয়া সৰ্ব্বদা মোহিত হইযা থাকেন, তাহার আব তুলনা কোথায় ? বিজয। প্রভো, কৃপা করিয়া প্রীমতী রাধিকার সখিগণের বিষয় বলুন। গোস্বামী । খ্ৰীবাধার যুগই সৰ্ব্বোত্তম । সেই যুথে যে-সকল ললনা তাছেন তাহারা সৰ্ব্বসদগুণভূষিত । তঁহাদের বিলাসবিভ্রমে সৰ্ব্বদা মাধবকে আকর্ষণ করে | বিজয় । ত্ররাধাব সখীগণ কয় প্রকার ? গোস্বামী। পঞ্চ প্রকার যথা –সর্থী, নিত্যসখী, প্রাণসখী, প্রিয়সর্থী এবং পরম প্রেষ্ঠসখী । বিজয়। কাহারা সখী ?