পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

€సాతీ জৈবধৰ্ম্ম [ সপ্তত্রিংশৎ বিজয়। প্রভো, সাধারণ পূৰ্ব্বারাগলক্ষণ বলুন ? • গোস্বামী। ষেরূপ সাধারণী রতি, সেইরূপ সাধারণ সমঞ্জস-রাগ } ইহাতে বিলাপ পৰ্য্যন্ত ছয়ট দশ কোমলভাবে উদিত হয়। তাছরি, উদাহরণ সহজ বলিয়া বলিবার প্রয়োজন দেখিনা । পুর্বরাগে পরস্পরু ৰয়স্তের হস্তে কামলেখপত্র ও মাল্যাদি প্রেরিত হইয়া থাকে । বিজয় । কামলেখ কিপ্রকার ? গোস্বামী। কামলেখ নিরক্ষর ও সাক্ষর-ভেদে দুষ্টপ্রকার। প্রেমপ্রকাশক হইলেই "কামলেখ’ হয় । বিজয়। নিরক্ষর কামলেখ কিরূপ ? গোস্বামী। বর্ণবিন্যাসখৃষ্ঠ রক্তবর্ণ পল্লবে অৰ্দ্ধচন্দ্ররূপ নথাঙ্কই নিরক্ষর কামলেখা’ । বিজয় । সাক্ষর কি প্রকার ? গোস্বামী। প্রাকৃত ভাষার গাথাময়ী লিপি স্বহস্তে লিথিত হইলে ‘সাক্ষর কামলেখ’ হয়। কামলেথ হিজুলদ্রব, কস্তুরি ও মণীদ্বারা লিখিত হয়। তাহাতে বড় বড় পুষ্পদলকে পত্র করা হয়, কুঙ্কুমদ্রবদ্বারা মুদ্রাঙ্কণ হয়, পদ্মতন্তুম্বারা বাধা হয় । বিজয় । পুর্বরাগের ক্রম কি ? গোস্বামী। কেহ কেহ বলেন ষে প্রথমে নয়নপ্রীতি, পরে চিন্তা, পরে আসক্তি, পরে সঙ্কল্প, পরে নিদ্রাচ্ছেদ, পরে কৃশতা, পরে অঙ্গ বিষয়নিবৃত্তি, পরে লজ্জানাশ, পরে উন্মাদ, পরে মৃচ্ছ ; অবশেষে মৃত্যু। এইরূপ কামদশা হইয়া থাকে। পূর্বরাগ নায়ক ও নারি৯, উভয়ের হইয়} থাকে প্রথমে নারিকার এবং পরে কৃষ্ণের। বিজয়। মান কি ? গোস্বামী। পরস্পর অনুরক্ত দম্পতির একঙ্ক"খিস্তিষ্কালে স্বীক