পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مg\ গেলেন ঐগুরুদেব হৈয়া অলক্ষিত । র্তাহার বিচ্ছেদে মন হইল পীড়িত। যত্বে স্থির করি মন প্রভু আজ্ঞামত । স্বমন্ত্রজপে প্রবৃত্ত হৈলু আদরতঃ ॥ মন্ত্রের প্রভাবে চৈল অতিক্রম সার । পাঞ্চভৌতিকতা হৈতে শরীর আমার } অর্থাৎ শরীরত্যাগ-বিনা ততক্ষণে । চিন্ময় পাইয়া দেহ মন্ত্রের জপনে ॥ মুক্তিত্বার রবির মণ্ডল নিষ্ঠেদিয়া। চতুর্দশ ভুবন দেখিলু উদ্ধে গিয়া ॥ সকল ভুবন বহুদোষেতে দূষিত । ৰিন পরমার্থ সুখভোসেতে ভূষিত । মায়াময়—মনোরথে স্বপ্নে দৃষ্ট যেন । বিশেষ অনিত্য সব দেখিলাম তেন ॥ পূৰ্ব্বে বহুকালে ক্রমে আয়াস করিয়া । সংপ্রাপ্ত হইল যেই লোকসব গিয়া । এক্ষণে মনের-বেগ-সমাল গমনে । একেবারে নিমেসে সকল উল্লঙ্ঘনে ॥ ততঃপরে পাইলাম আবরণগণ । ব্ৰহ্মলোক হৈতে মুখে কোটিগুণ হন । দশদশগুণাধিক উত্তর-উত্তরে । সেইমত বৈভবেতে হয় মহত্তরে ॥ কাৰ্য্যের উপাধি অতিক্রম যে করিল। ক্রমে মুক্তি প্রাধব্যতা যাহার হইল। সেই জীব-জীবত্বের উপাধি-কারণ। লিঙ্গদেহ অতিক্রম করিতে তখন ॥ পুথিব্যাদি-আবরণরূপে প্রবেশয় । যথা-অভিলাষ তত্তৎস্থানে ভোগ হয় । পৃথিবী-আদিতে যত দ্রব্য উপজয়। তার সম্পূর্ণ-মুখ-সবার সারময়। কহিলু সামান্তে এই আবরণগণ । ইবে শুন বিশেষেতে কহিয়ে কথন— ॥ সেইসব আবরণমধ্যেতে প্রথমে । পৃথিব্যাবরণে আমি গেলাম অশ্রমে। শ্ৰীমহাশূকররূপী প্ৰভু ভগবানে । দেখিলাম আমি বিরাজিত যেইস্থানে। র্তার প্রতি-লোমে ভ্ৰমে ব্ৰহ্মাওবৈভব । চতুর্দশভূবনেতে যুক্ত সেইসব ॥ তথাকার ঐশ্বৰ্য্যাধিকারিণী ধরণী । মূৰ্ত্তিমতী শ্রেষ্ঠ দ্রব্যে করেন পূজনী ॥ এইসবকারণেতে বুঝহ নি:শেষ । ব্রহ্মলোক হৈতে সৰ্ব্বমতেতে বিশেস । শ্রীমদ্ভাগবত তথ। কারণস্বরূপ সেই ধরণীতে। কাৰ্য্যরূপ এ জগত আছয়ে প্রণীতে ॥ ঘটের মুক্তিকা যেন কারণোপাদান। দেখিলাম সকল তথায় ফুৰ্ত্তিমান । পূজা ভগবানের করিয়া সমাপন । করিলেন আতিথ্যে আমারে সংমানন ॥ কহিলেন-কথোদিন থাকি এইস্থানে। চিত্তের থেতে কর ভোগ সুবিধানে ॥ কিন্তু আমীরে যেমন আকর্ষণ করে । মুক্তি পদপ্রাপক সাধন শীঘ্রতরে । সেইহেতু ধরণীর অনুজ্ঞা লইয়া । পুথিব্যাবরণ তবে অতীত হইয়া ॥ পাইলাম ক্রমেক্রমে ছয় আবরণ। মহারাপধর বারি তেজ: সমীরণ ॥ গগনাহঙ্কার মহৎ—এই আবরণ। তাতে ছয় বিষ্ণুমুক্তি পূজ্যমান হন— । মৎস্ত স্বর্য। প্রদু মানিরুদ্ধ সঙ্কর্ষণ । বাসুদেব—ক্রমে এই ছয়ের অর্চন ; পূজ্য—মৎস্তাদিক, আর জলtfদ—পূজক । ভোগ ঐ মহত্ত্ব সৰ্ব্বমুখের ব্যঞ্জক । তাহে পুৰ্ব্ব-পূৰ্ব্ব হৈতে উত্তর-উত্তর । অধিক-অধিক মুখ সুবিশিষ্টতর ॥ পূৰ্ব্বমত আতিথ্য ভোগ্যাদিক সৎকার । সৰ্ব্ব আবরণে মোরে দিলেন বিস্তার ॥ থাকিতে কহিলা সবে, কিন্তু না থাকিয়া । ক্রমেতে গেলাম স + -অতুজ্ঞা লইয়া ॥ ক্রমে অতিক্রম আমি করিয়া তখনে । উপস্থিত হুৈলু যায়্যা প্রকৃত্যাবরণে ॥ পরমাবরকস্বভাবা যেই প্রকৃতি । তার পরিণামরূপ তমোময় অতি ॥ শুনিবিড়-শু্যাম স্তি-স্বরূপেতে র্তার । নেত্ৰ-মনোহর করিল যে আমার ! শ্ৰীমদনগোপালের যেই শুfমধাম। তার তুল্য বর্ণ তথা দেখি অভিরাম। অত্যস্ত হইয়া হৃষ্ট তথা হৈতে আর । গমন করিতে ইচ্ছা না হয় আমার ॥ ঐমোহিনীমূৰ্ত্তিধর ঈশ্বর আপন । করিলা প্রকৃতি র্তার পূজা সমাপন ॥ সুপ্রহষ্ট-মুক্তি তিঁহ আমার গমনে। অর্থ,দিকহস্তে দেবী আইলা তখনে ॥ অণিমাদি মহসিদ্ধি করি আনয়ন । আমার অগ্ৰেতে তবে দিয়া উপায়ন ॥