পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশিব জগদীশ্বরে তুমিহ না জান ? ৷ তাহে সদাচারত্যাগে দোষ নাহি মান ৪ ভোগমুক্তিদাতা— কৃষ্ণে ভক্তিবিবৰ্দ্ধন । মুক্তগণপূজ্য—বৈষ্ণবের প্রিয় হন । শিব-কৃষ্ণে অপৃথগ দৃষ্টি ভক্তি যেই। তাহে লভ্য নিজলোক উপযুক্ত যেই ॥ তাহা হৈতে সখা কুবেরের বশীভূত । এই নিজ-প্রিয়তমা-পাৰ্ব্বতী-সংযুত । অল্প প্রিয় পরিবার লইয়া সংহতি । কৈলাসপৰ্ব্বতে যাইতেছেন সম্প্রতি । এত শুনি হইলাম অত্যন্ত হৰ্ষিত । কোন প্রসন্নতা তার যাহা মনোনীত ॥ সেই মহেশ্বর হৈতে ইচ্ছা পাইবারে । কহিনু মামসে সে অভেদজ্ঞান-দ্বারে। সৰ্ব্বজ্ঞের শিরোমণি জানি মহেশ্বর । করিলেন আদেশ সে লন্দীশ্বর পর ॥ নন্দীশ্বর আমারে দিলেন উপদেশ । তাহাতে মুখেতে স্বয়ং ক্ষুরিল বিশেষ । শ্ৰীমন্মদনগোপাল স্বপ্ৰাণেষ্টদেব। তাহাতে নহেন ভিন্ন এই মহাদেব । শ্ৰীমদনগোপালের যুগলচরণে। বিশেষ কবেন fএচ ভক্তি-বিবৰ্দ্ধনে ॥ শিবগণমধ্যে মুখে হইলু প্রবিষ্ট । শিবভক্তসব মোরে করিলেন হৃষ্ট ॥ শ্ৰীনন্দী হইতে তথা করিলু শ্রবণ । কথ্যমান বৃত্তান্তসকল বিলক্ষণ— । শিব ভগবান সদা একরূপ হন । নিজলোকে প্রকট করেন নিবসন ॥ শিবলোকবাসে তুষ্ট যত প্রিয়জন । তদেকনিষ্ঠসকলে করখে দশন ॥ শ্ৰীমদ্ভগবানের সে ভক্ত-অবতার । বটেন ঐশিব, তাহে নহে ভিন্নাকার ॥ তাহে নিজ হইতে অভিন্ন ভগৱান। র্তার ভক্তিবিষয়ক-রসিকতা-দান ৷ দিবারে স্বভক্তগণে, করান রমণ— । কৃষ্ণনামগীতৰুত্যাদিতে অসুক্ষণ ॥ শেষমূর্তি ভগবান সহস্ৰবদন । তম-অধিষ্ঠাতা-হেতু নিজ-প্রিয় হন । হইয়াও জগতের ঈশ্বর আপনে । প্রেমে দাস মত নিত্য করেন আর্চনে । এমত শিবলোকের মাহাত্ম্য অশেষ । সৰ্ব্ব হৈতে অধিক শুনিয়া সবিশেষ । জীবৃহদ্ভাগবতামৃত S • S পরম প্রমোদ প্রাপ্ত হইলু তখন। কিন্তু পূর্ণ না হইল তাহে মম মন । তাহার নিদান নাহি বুঝিয়া তখনে । পরামর্শ করিলাম আপনার মনে ॥ শ্ৰীমদগুরুপ্রসাদেতে প্রাপ্ত দশাক্ষরী। মহামথ, তার সেবা প্রভাবে সত্বরি ॥ সেইক্ষণে পরিলাম আমি জানিবারে । যেইহেতু হৃষ্ট নহে মন বারেবারে— ॥ শ্ৰীমন্মদনগোপাল ব্রজেন্দ্রনন্দন- । পাদপদ্মদ্বয়ের যেসব লীলাগণ ॥ সৌন্দৰ্য্য-মাধুৰ্য্যাদির যেই অনুভব । তাহার অভাব মোরে পীড়া দেয় সব ৷ মম মন বুঝি করিলেন শ্রীমহেশে । লীলাবিশেষবৈচিত্রী স্বমূৰ্ত্তিবিশেষে ॥ প্রবোধ দিলেন বহু আমারে তখন । তাহাতেও স্বাস্থ্য নাহি হৈল মম মন ॥ এইমত যখন আমিহ দেখিলাম । আপনার চিত্তপ্রতি তবে কহিলাম— ॥ যদি করিতেছ এই শিবে অনুভব। র্তার গুণলীলামধুর্য্য প্রভৃতি লব । তথাপি ত্বরায় দীর্ঘবাঞ্ছাতে তোমার। সিদ্ধ হইবেক অনুগ্রহুেতে ইহার ॥ ওহে মন ! মান ইহা করিলু নি:শেষ । যেহেতুক তোমা প্রতি প্রসাদবিশেষ । এমত প্ৰবোধে হইলাম তুষ্ট-মন ৷ তবে কোন কারণেতে মহেশ তখন ॥ সেই মুক্তিপদে করিলেন f' শ্রামণ। র্তার পাশ্বে মুখে থাকিলাম একক্ষণ ॥ সেইক্ষণে দূরে কো- সব মহাত্মার। অত্যস্ত মধুর সঙ্কীৰ্ত্তনধ্বনি সার । আবির্ভাব হৈল—মহেশ্বর শুনিলেন। পরমানন্দসাগরে মগ্ন হইলেন । মহাপ্রেমবিকারেতে হৈয়া বশীভূত । নাচিতে প্রবৃত্ত স্বয়ং হুইলা অদ্ভুত । পতিব্ৰতোত্তম সেই দেবী ভগবতী । নন্দ্যাদির সহ উঠিলেন ত্বরাবতী । বাদ্য-সংকীৰ্ত্তন আদি করিয়া তখন । করিলেন প্রভুর সে উৎসাহবৰ্দ্ধন । সেইক্ষণে সেইস্থানে কৈলা আগমন । চারু চতুভূজগণ,—ক িলু , শন ॥ শ্ৰীযুক্ত কৈশোরমূৰ্ত্তি অতি সুশোভিত । গৌন্দৰ্য্য-মাধুর্য্য-বিভবেতে বিভূষিত ।