পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাই না গোঠে গেলে শ্ৰীকৃষ্ণ আপনে । মণ্ডলীর মথ্যে থাকি করিত ভোজনে । সেইমত বালকের মণ্ডলী করিয়া । মধ্যে নিজ অগ্রজেরে যত্নে বসাইয়া ॥ নিজে পরিবেলি নানা কৌশলোক্তিত্বারে। হাস্তলীলা বিস্তারিয়া করিলা আহারে ॥ প্রভূর মনেতে এই—‘পরম-ঐশ্বৰ্য্য- । বিশেষ-প্রকাশময় অস্তঃপুরবর্ষ্য। ইথে এ থাকিলে নিজ সুখ নু্যন হবে । এবঞ্চ ইহার মুখ তাহাতে না রবে । অতএব ব্রজপ্রিয়-উদ্ধব-আলয়ে। এই গোপকুমারের বাস যোগ্য হয়ে ॥ এই ভগবানের জানিয়া অভিপ্রায় । উচ্ছিষ্ট মহাপ্রসাদ খাইয়| তথায় । প্রভূর ইচ্ছায় আর স্বয়ং বল করি। আনিলেন আমারে আপন গৃহে ধরি ॥ উদ্ধবের গৃহে গেলে সম্যক প্রকার । সম্পূর্ণরূপেতে বোধ জন্মিল আমার ॥ তথা অনুভূত সব করিয়া ভাবনে । মুহু নৃত্য করি ইছ মানিলাম মনে— ॥ আহা মম মনোরথ যে-সব আছিল। তাহার পরম অন্ত অদ্য সে হইল ॥ যেহেতুক ইষ্টদেব শ্ৰীব্ৰজনগরে। মনে ধ্যায়মান বহু-মাধুরী-আকরে । গোকুলসম্পটে অদ্য আমি সাক্ষাতেতে । পাইলাম, দেখিলাম সব নয়নেতে ॥ অন্তদিন উদ্ধব-সঙ্ঘেতে পুন যাই । করি বিলোকন নিজপ্রভুরে তথাই । হর্ষের বিবশে কিছু করিতে নারিল । দর্শনাতিরিক্ত কিছু সেবা ন হইল । শ্ৰীযুক্ত-শ্ৰীদ্বারকানাথের করুণার। বিচিত্রতা অতিশয় পাইয়া বিস্তার ॥ দ্বারকায় বলি মহা আনন্দের পুর। যতেক করিয়ে অনুভব সে প্রচুর । তার নিরূপণ করিবারে ব্রহ্মজ্ঞানী। দূরেতে থাকুক, কিবা কহিবে সে জানি ॥ কৃষ্ণভক্তিমানে বাক্যমনে কোন জন । পাইয়া ব্ৰহ্মার আয়ু পারে কোন ক্ষণ ॥ "মোক্ষেতে মুখের মহত্তমগ্ৰাপ্তি হয় । মুক্তি-ইচ্ছ গণ সব এই কথা কয় ॥ তাহা হৈতে বৈকুণ্ঠেতে কোটিকেটগুণ মুখপ্রাপ্তি ভক্তগণ কহেন নিপুণ ॥ শ্ৰীবৃহভাগবতামৃত ఫిలిచి দুঃথাভাবমাত্র মুখ মুক্তিতে আছয়। পরাকাষ্ঠা সুখের ঐবৈকুণ্ঠেতে হয় । "তাহা হৈতে মুখপ্রাপ্তি আছে’ এ কথায় । "বৈকুণ্ঠেতে অল্পমুখ’ এই দোষ পায় ॥ তথাপি পরম একাস্তিতায় সেবনে । রসনিষ্ঠাবিশেষেতে মুখবিশেষণে ॥ অযোধ্যায় বৈকুণ্ঠ হইতেও অধিক । পরমগষ্ঠীর যুক্তিত্বারা এই ঠিক । দ্বারকায় যত মুখ হয় অনুভব । কোন যুক্তিদ্বারা নিরূপণ হয়ে সব ? ॥ র্যারে চিরকাল দেখিবারে ত ইচ্ছিয়া। সেই প্রাণনাথ নন।কিশোরে পাইয়া ॥ কৃষ্ণ এক প্রিয় যার,—অন্ত-কিছু নয় । তাহার যাদৃশ মুখ অনুভব হয়। মনোবচনের কোন বৃত্তির দ্বারায় । গ্রহণ করিতে পারে নিরূপণে তায় । সেই মুখ অনুভব করিতে .য পারে। সে-সুখ গ্রহণ-যোগ্য মনে জানে তারে ॥ ইহাতে অষ্ঠের অনুভব অসম্ভব। কিপ্রকারে নিরূপিয়া কহিবেক সব ॥ সেবারসবিশেষনিষ্ঠায় অযোধ্যায় । বৈকুণ্ঠ হইতে মুখাধিক যেন পায় ॥ তেন দ্বারকায় সৌহৃদরসবিশেষ । নিষ্ঠায় অযোধ্যা হৈতে মুখাধিকাশেষ ৷ এতাদৃশ মুখ অম্লতবি দ্বারকায়। নিবাস করিয়ে আমি, তখন অtAtয় ॥ বিশ্বের অস্তুরবাহ আনন্দ দেখিতে । আদ্র মন যদুগণ লাগিলা কহিতে ॥ উৎকৃষ্ট-পরমৈশ্বৰ্য্য-সম্পদে পুরিত । এই স্থান বৈকুণ্ঠ হইতে প্রভাবিত ॥ এথা আসি আছ আমা-সবার সহিত । সখে । বস্তবেশে অতি দীনমত স্থিত ॥ এথায় দুঃখ প্রসঙ্গ নাহি কথঞ্চিত । তথাপি দুঃখীর ন্তায় দেখি প্রকাশিত ॥ কোনমতে মোরা সাধু না মানি ইহায় । আমাদের চিত্তে কিছু দুঃখমত ভায় ॥ আমাদের আলিবর্বাচ্য আনন্দবিশেষে । আছয়ে যেমত ভোগবিলাসাদি বেশে । সেরূপ বেশাদি নিজ করছ বিস্তার । স্থানগুণে আপনি হুইবে তব সার। এতেক আগ্রহ করিলেন যদুগণ। কিন্তু তাহে ন হইল আপনার মন ॥ আচুতেরো না হইল অনুমতি তাষ । তাহে থাকিলাম নীচ-অকিঞ্চন-প্রায়।