পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وه فيچ পঠমঞ্জরী রাগ । ব্ৰহ্মা ভৰ সুরপতি শশী দিনকয় । স্থর সিদ্ধ মুনিগণ গন্ধৰ্ব্ব কিন্নর ॥ উারা সৰ সভাই রহিলা সাবহিতে । সতেই বলেন প্রভু যাইবা এ পথে ॥ নরবেশ ছাড়ি প্রভু নিজ বেশ ধরে । স্বৰ্য্যকোটি জিনিএ প্রকাশ কলেবরে ॥ শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চারি ভুজে। ধ্বজ বজ্ঞ বিরাজিত চরণ পঙ্কজে { মুকুট কুণ্ডল হার কটক বিরাজে । মুপীবর বক্ষেতে কৌস্তুভ মণি সাজে। দিব্য গন্ধ তুলসী কুমুম দিব্য মালা । দিব্য মণিময় হীর চমকে চপলা । চরণে নুপুর করে কেয়ুর কঙ্কণ । পীতবাস পরিধান বিচিত্র ভূষণ ॥ বৈকুণ্ঠের পারিষদ অষ্ট মহানিধি । নিজ রূপ ধরি সব আইলা যোগসিদ্ধি ॥ স্বর্গে যেন তারা ছুটে বিজুরি সঞ্চারে । হেন অলক্ষিত গতি চলিলা সত্বরে ৷ বে দেব আসিল যথা রহিলা সেমতে । কেহ না জানিলা প্ৰভু গেলা কোন পথে । তখনে আছিলু মুঞি অধম বঞ্চিত । না জানিলু কিরূপে চলিলা আচৰিত ॥ কহিলা মোহোর তরে দিব্য যোগ জ্ঞান । বৈকুণ্ঠ চলিলা তবে পুরুষ পুরাণ ॥ আজ্ঞা হৈল মোরে যাইতে বদরিকাশ্রম। ভাগ্যে তোমা সনে হৈল পথে দরশন ৷ নর-নারায়ণ তথা পুরুষ পুরাণ । ভক্তিযোগ সাধিব তাহীর সরিধান ॥ এত মৰ্ম্ম শুনিঞা বিদুর মহাশয় । ফর জোড়ে বলে কিছু করিয়া বিনয় । কৃপা করি যদি মোরে কহ তত্ত্বজ্ঞান । তোমার প্রসাদে মোর হয় পরিভ্ৰাণ । লোক হিত করিতে বৈষ্ণব অবতার। সৰ্ব্বত্র বেড়ায়্যা করে জীবের উদ্ধার। ভাটিয়ালি রাগ। কহিলা উদব তবে জ্ঞানে সুপণ্ডিত । আমি উপদেত দিতে না হয় উচিত ॥ মৈত্রেয় মুনিকে আজ্ঞা দিলেল আপনে । এই জ্ঞান দিহ তুমি বিদুরের স্থানে। বিছর আমার সখা শুন মহামুনি। ষোয় দ্বিম্ভমানে কছিলেন চক্রপাণি ॥ चैमडांशंद७ মৈত্রেয় তোমারে কহিবেন তত্ত্বজ্ঞান । শীঘ্ৰ চলি যাহ তুমি মুনি সমিধান। এতেক বলিয়া তুমি হরির কিঙ্কর । চলিলা উত্তর মুখে ভকতশেখর। বিছর অজ্ঞান হয়ে পড়ি ভূমিতলে। হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি কান্দে উচ্চৈঃস্বরে । ক্ষণে চিত্ত স্থির করি চলিলা তখন । গঙ্গান্ধারে গিয়া পাইল মুনির দর্শন। দেখিলা মৈত্রেয় মুনি মহা তপোনিধি। কর যেtfড় প্রণাম করিলা মমাবুদ্ধি। প্রণত কন্ধর হই বলে স্তুতিবাণী । জিজ্ঞাসা করিব কিছু শুন মহামুনি ॥ আমি দীন হীন জনে যদি দয়া হয় । সে সব করিলে মোর খণ্ডয়ে সংশয় । মুখ হেতু করে লোক নানা পুণ্য কৰ্ম্ম । তাহাতে না দেখি মুখ না ঘুচে অধৰ্ম্ম । বেলোয়ার রাগ । পরিণামে দুঃখ লভে দেখিয়ে তাহার। কহ মুনি তপোধন কি হয় বিচার। কিরূপে করয়ে প্রভু স্বষ্টি পরলয় । কিরূপে পালন করে প্রভু দয়াময় ॥ প্ৰলম্বসাগরে করি অনস্ত শয়ন । যোগনিদ্ৰা কিরূপে করয়ে নারায়ণ । দান পুণ্য যজ্ঞ ব্ৰত শুনিল ভারতে । ব্যাসমুখে শুনিয়া সন্তোষ লৈল চিতে ॥ হরিকথা সুধাপান করিতে শ্রবণে । তৃপ্তি মানয়ে হেন আছে কোন জনে ॥ সৰ্ব্বধৰ্ম্মসার হরি কথা সুধাপান । তাহা ৰহি মুনি তুমি না কহিবে আন । বিদ্বরের বচন শুনিঞা মহামুনি । সাধু সাধু বাদ করি বিছরে বখানি । ব্যাসের নন্দন তুমি যম ধৰ্ম্মরাজ । তুমি যে বৈষ্ণব হবে কত বড় কাজ । মুনি মাওব্যের শাপে তুমি শূদ্ৰজাতি । শুদ্ধভাবে ভজিলে গোবি দ প্রাণপতি ॥ তোমার কারণে হরি বলিলা আমারে । তত্ত্ব উপদেশ তুমি কহিও বিছরে । এতেক বলিয়া তবে মুনি যোগেশ্বর। স্বষ্টি স্থিতি উতপতি কহিল বিস্তর ॥ সৃষ্টিকালে যখনে প্রভুর ইচ্ছা হৈল। প্রকৃতি পুরুষ কাল মহত জন্মিল। অহঙ্কার পঞ্চতত্ত্ব পঞ্চভূতগণ ।