পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরম ভেদিল তার দক্ষ-কুবচনে । প্রিয়াঃীন শঙ্করে করই আবাধনে ॥ আমি নারায়ণ যার তত্ত্ব নাহি জানি । ব্ৰহ্মাহ না জানে তত্ত্ব কিবা মুর মুনি। হেন শিবদেবে আছে কি আর উপায়। ভজিলে করিবে কুপা সভে মনে ভয় ॥ এ বোল বলিয়া করি লৈয়া স্বরগণ । ব্ৰহ্মা লৈযা আপনে চলিল। নারায়ণ । কৈলাস পর্বত যথা শঙ্ক রর স্থান । আপনে চলিসা তথা গেলা ভগবান। কিন্নব গন্ধপ যক্ষ অপারা বেষ্টিত । নানা মণিশয় শুঙ্গ দেসি তে শোভিত ॥ নানা দ্রুম লতাবলি ভ্রমব বস্কার। নানা মণিণয় পথ বিম- সঞ্চাল ॥ সিদ্ধগণ সহে সিদ্ধবহু ( ১ ) বিছরণ। ময়ুর-শবদ শুক কোকিল ভ মৃণ ॥ বিবিধ বিহগ লঙ্গ খ * তিরঞ্জিত । ক্ষেপিত হুইযা • স্ব পেলে ভয়ঙ্কর । ছিন্ন ভিন্ন ংৈ যা দ ধ প tয় লে বাসে। তা দেখিয়া রুদ্রগণ উচ্চস্বরে ও সে ॥ দেব মুনিগণ বল না দে ি নিস্তাপ । কিরূপে তবিব তাক বরে প্রতি কার ।" — মেদিনী ॥রের পুথি । পারিজাত সরল মন-র সুশোভি গ ৷ তাল তমাল সাল আফ্রি কোবিনা ’ । নাগ পুল্লাগ নিম্ব মুচকুন্দ পযাল ॥ মালতী মাধবী জাতি মল্পিক মণ্ডিত। রাজপুগ পুগ বাঙ পুর মুশে শুিত ॥ কুন্দ কুরবক নীপ মধু বকুল । ভুঞ্জ সর্জ বুক্স বট কদম্ব সম্পল । কুমুদ কালার শতপত্র উৎপল । বিবিধ কমল যুক্ত দাবি সরোবর। মৃগ শাখীমুগ সিংহ মত্ত মাতঙ্গ । শরভ মহিষ খর দেখিতে স্বরঙ্গ । পু:্য নদী পুণ্য তরু পুণ্য উপবন । দেখিয়া বিম্মিত হৈলা সব মুরগণ ॥ শিবের অলকাপুরী কলাস পৰ্ব্বতে। দেবগণ আসিয’ দেখিলা হলfষতে ॥ সৌগন্ধিক বন তাথে সুবম। মধুর। শুক পিক বিহগ নাদিত ভৃঙ্গকুল ৷ (১) সিদ্ধবন্ধু । ২৯ স্ত্রীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী २३6 কুমুমতি ক্ৰমজল পুণ্য লতাবলী । স্বববধু কেলি করে হরে কুতুহলী ॥ বিক্রমরচিত ত , দীঘী সরোবর। কুমুমে আমোদ বন পবন শীতল। তার মাঝে আছে এক বট মনোহর। শতেক যোজন গাছ দীঘল প্রসর ॥ বিবিধ সস্তাপ তথা নাহি জরা ভয় । পুণ্য গন্ধ আমোদিত পবন সঞ্চয় ॥ তার তলে শিবদেব শাস্ত কলেবর। চৌদিগে বেঢ়িয়া আছে গন্ধৰ্ব্ব কিন্নর। উপাসনা করে সিদ্ধ যোগী মুণিগণে । সনকাদি নারদ।দি করয়ে স্তবনে ॥ দেবগণ দেখিয়া শঙ্কল মহেশ্বর । ত্বরাত্বরি করঞ্জুডি শিরের উপর। প্রণাম করিয়া মহেশ্ববের চরণে। স্তুতি করে মুবগণ হবষিত মনে ॥ স্তুতি করে নারায়ণ ব্ৰহ্মা স্বরপতি। দেবগণ স্তুতি করে শিবগত মতি ॥ তুষ্ট হয়্যা মঙ্গদেব কি বোলে বচন । বর মাগ কোন বর দিব স্ববগণ ॥ শিবের বচন শনি সুলগণ মেলি । বর মাগে গুরগণ কবজোড় করি ॥ যজ্ঞ রক্ষা কর দেব ( ১ ) দক্ষ প্রাণ দান। জীয়াইয়া দেবগণে কর পরিত্রাণ ॥ যজ্ঞভাগ তোমারে না দিল দ্বিজগণে । যজ্ঞভঙ্গ তুমি হব কৈলে তে-কারণে ॥ দ্বিজগণে প্রাণদান দেহ একবার । দুই আঁখি দিয়া ভগ কর প্রতিকার । ভৃগুর উঠক দাড়ি পুষার দশনে৷ প্রাণদান দিয়া দেব কর বিমোচনে ॥ যজ্ঞভাগ তোমার রহিল সৰ্ব্বকাল । যজ্ঞ বক্ষা করি কর দক্ষেব উদ্ধার ॥ দেবের বচন শুনি হয় মহেশ্বর। তুষ্ট হয়্যা দেবগণে কি বোলে উত্তর । দক্ষ আদি দ্বিজগণ ছাওয়াল সমান । দেব মায়া বিমোহিত মুখ অগেয়ান ॥ তা-সভার অপরাধে ক্রোধ না ই করি । দুষ্ট দোষ নিবাবিতে খল দণ্ড ধরি । ছা । মুখ হৌক দক্ষ দিলু এই বর । মিত্রের লোচনে ভগ দেখিব সকল । ( ১ ) পাঠান্তর,-"দেহ" ।