পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 8• তবে পুরঞ্জন রাজা মনে পায়্যা ভয় । পুরীর ভিতরে থাকি চিস্তে অতিশয় ॥ কিছুই করিতে নারে বকবৎ চায়। বন্ধুগণ আনি তার আহার যোগায়। আছিল কালের এক কন্ত দুষ্টমতি । ত্ৰিভুবন চাহিয়ে বেড়ায় নিজ পতি । কেহ তারে না বরে দেখিয়া দুষ্টচিতা । চাহিয়া বেড়ায় পতি কামে বিমোহিতা ॥ যযাতি রাজার পুত্রে নৈল পতি করি । তার সঙ্গে কথোদিন কৈল রতিকেলি । ব্ৰহ্মলোক হতে আমি আইলু ক্ষিতিতলে । আমারে বরিল পতি সেই হেনকালে । আমি যদি না ইচ্ছিলু শাপিল পাপিনী । এক রাত্রি একত্র কোথাছ থাক ভালি ॥ তবে আমি দিল তারে পতি উপদেশ । আমার বচনে গেল যাবমের দেশ ! ববনগণের পভি ভয় নামে জানি। বরিল তাহাকে পতি কহু দ্বিচারিণী ॥ শুনিএsা যবন পতি কন্তfর বচন । কহিল কম্ভারে তবে গুহ বিবরণ ॥ অলক্ষিত গতি তুমি কর কাম ভোগ । সৰ্ব্বলোকে হৈব কক্তা তোমার সংযোগ ॥ চলুক ষবনগণ নিজ সৈন্ত সাথে । প্রজারের সঙ্গে ভ্ৰমুক অলক্ষিত পথে । প্রজার আমার ভাই তুমি স ভগিনী । তোমা সভ্যতা লঞা মুখে ভ্ৰমিব মেদিনী। ভয় নামে রাজার যবন নামে সেনা । কালকাতা লঞা সৰ্ব্ব ঠাঞি দেই হানা । কালকস্তা প্রজারে যবনগণ বেঢ়ি । লুটিয়া পোড়tঞা ভাঙ্গে পুরঞ্জনপুরী ॥ পুরী পরবেশ করি যবনের গণে । ভাঙ্গিয়া রাজার পুরী কৈল খানখানে ॥ ভয়ে তেজি গেল পুরা মিত্র বন্ধুগণ । কাল কন্ত হরিল রাজার সব ধন ॥ চিস্তিতে লাগিল রাজা মনে পাঞা ভয় । করিতে না পারে কিছু পড়িল সংশয় ॥ হতৰল হয়্যা রাজা চিস্তিতে লাগিলা । প্রজার আসিয়া তার নিকটে মিলিলা ॥ ভয় নামে রাজা তার করিতে পারিতি । পুরীখান সকল পুড়িল দুষ্টমতি ॥ তবে রাজা পুরঞ্জণ ৰ ক্ষুগণ লয়্যা । দুঃখ শোক করি কানো ব্যাকুল হইয়া। শ্ৰীমদ্ভাগবত যবনে বেটিয়া পুরী পোড়tল্য সকল । গন্ধবে হরিয়া তার লৈল বুদ্ধি বল । কাদে পুরঞ্জন রাজা কম্পিতহদয় । গৃহকুপে পড়িয়া মজিল দুরাশয় ॥ বকবৎ ধ্যান করি রহে দুরাচার । মরিয়া কোথায়ে ষামু কি হবে প্রকার কোথায়ে রহিব মোর ভাৰ্য্যা গুণবতী । কুলশীলমুচরিতা পতিব্ৰতা সতী । আমি ন খাইলে কিছু না খায় মুনারী। নিরস্তর আমাতে থাকয়ে চিত্ত ধরি ॥ আমি বিনে কোথায়ে রহিৰ স্বত দার। ধন জন পাত্র মিত্র এ মহী ভাণ্ডার ॥ এই মত চিস্তে রাজা আকুল শরীর। হেনকালে ভয় নামে আইল মহাবীর ॥ ধরিয়া বান্ধিল রাজার ভয় মহাবলী । তা দেখিয়া বন্ধুগণ কান্দয়ে ব্যাকুলী ॥ বলে বান্ধি লৈল তারে ভয় বলবান । ভূমিতে পড়িয়া রহে ভাঙ্গা পুৰীখান ॥ যত পশু বধ রাজা কৈল যজ্ঞকালে । তারা আসি চৌদিগে বেঢ়িল কাটিবারে । ধর মার করিয়া বেঢ়িল পশুগণ । খণ্ড খণ্ড করিয়া কাটিল পুরঞ্জন ॥ আৰ্ত্তনাদ করি রাজা কানো নিরস্তলে । এইরূপে নিরবধি দুঃখ ভোগ করে ॥ দুঃখময় সাগরে ম িল নরেশ্বর । চিরকাল দুঃখ ভোগ করে নিরস্তর ॥ ত্রিপুর সঙ্গে ভুলিয়া রহিলা নরপতি । সঙ্গদোষে হৈল এত বড় অধোগতি ॥ তিরিরূপ চিস্তিতে আচিল অনুক্ষণ । তিরিরূপ ধরি গিয়া লতিল ও লম ॥ বিদর্ভ রা রে ঘরে তিরিরূপ ধরি। জনমিল পুরঞ্জন তিরি খ্যান করি। আছিল মলয়ধ্বজ পাণ্ডাদেশ পতি। বিভা করি নিল কল্প সতী গুণবতী । এক কস্তা জনমিল ভাষার উদরে । কস্তার কনিষ্ঠ আর সাত সহোদরে ॥ দ্রবিড় দেশের রাজা হুৈল সাত ভাই । সাত খান পুরী তার রহে সাত ঠাঞি ॥ অৰ্ব্ব দ অৰ্ব্ব দ পুত্র হৈল সাত ঘরে। বার বংশে ব্যাপিল এ মহীমণ্ডলে ॥ অগস্ত্য নৃপতি বিভা কৈল কস্তাখালি । তার গর্তে পুত্র জনমিল মহামূলি।