পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধিনি গুরু তজিলে অজ্ঞান নাহি টুটে (১)। হরি গুরুচরণে ভকতি যদি বাঢ়ে । তবে সে অজ্ঞান ধ্বংস ভববন্ধ ছাড়ে ॥ ভক্তিযোগ হরিকথা শ্রবণে উদয় । শ্রদ্ধাযুক্ত না হইলে হরিকথা নয় ॥ ষখাতে ভকতজন সাধু মহাভাগ। হরিগুণ শ্রবণে তথাতে অনুরাগ । হরি-কথা-অমৃত-সরিৎ জলপান । শ্রবণ করিয়া যে করয়ে অবিরাম ॥ শোক মোছ জরা ভয় না হয় তাহার। সেই জনা হয় ভব সংসারের পার ॥ যদি বল তবে কেন হরিগুণ-গাথা । সব লোকে না শুনে কহিয়ে তার কথা ॥ ব্ৰহ্মা ভৰ সনকাদি দক্ষ আদি করি। পুলস্ত্য পুলহ ক্রতু যোগ-অধিকারী ॥ মরীচি অঙ্গির ভূগু বশিষ্ট কুমার। এ সব জানিতে নাহি পায়ে তত্ত্ব যার ॥ এ আদি পৰ্য্যস্ত যার করিয়া ধেয়ান । চিস্তিয়ে না পায় যোগী চরণ-সদ্ধান ॥ অনুগ্রহ করে হরি যখন যাহারে । সেই সে প্রভুর তত্ত্ব জানিবারে পারে। লোকে বেদে দৃঢ়মতি ছাড়ে সেই জন । তবে জানি অনুগ্রহ কৈল নারায়ণ । এ বোল শুনিয়া রাজা কৰ্ম্মে দৃষ্টি ছাড় । মিছা কৰ্ম্মফলে বস্তু বুদ্ধি পরিহর । শ্রীতিমুখ কৰ্ম্মফলে নাহি মুখলেশ । বৃথা কৰ্ম্ম করি কেন পাও নানা ক্লেশ । যজ্ঞধুম পান করি বৃথা দুঃখ পাও । তত্ত্ব না জানিএpা বাপু কৰ্ম্মপথে ধাও। কুশে আচ্ছাদিলে বাপু এ মহীমণ্ডল । পশুৰধ করি কৰ্ম্ম কৈলে নিরস্তর। বুঝ দেখি তাথে গতি কি হৈব তোমার। জন্ম মৃত্যু গর্ভবাস লভে দুঃখ সার । সেই কৰ্ম্ম যাহা হৈতে তুষ্ট হয় হরি। সেই বিদ্যা যাহা হৈতে কৃষ্ণে মন ধরি । সৰ্ব্বলোক আত্মা হরি সভার জশ্বর। সৰ্ব্বজীব-গতি-পতি প্রকৃতির পর ॥ (১) অঙ্গ পুথির পাঠ,— "বিনি গুরু না ভজিলে অজ্ঞান না টুটে” जइक्र,-"सक्र मां खविप्न कबू जजॉन न प्लेग्ने” । শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী ఇ8చి র্তার পদকমল সকল সিদ্ধি হেতু । অপার সংসারপিন্ধু-পরিত্রাণ-সেতু ॥ সেই প্রিয় সেই আত্মা সেই সে শরণ। এমত একান্ত চিত্ত জানে যেবা জন ॥ সেই সে পণ্ডিত গুঞ্চ সৰ্ব্ব তত্ত্ব জানে। না জানিএ অন্ত বিপ্র গুরু করি মানে ॥ কহিল তোমারে রাজা এই সুনিশ্চিত । কৰ্ম্মপথ তেজি তুমি কৃষ্ণে ধর চিত । স্ত্রীঘরে স্ত্রীমুখ করে মধু সমতুল। কাম্য কৰ্ম্ম করে জীব হইয়া ব্যাকুল। স্ত্রীঘরে নিবেলিত সতত হৃদয় । মুখতোগ-হেতু কৰ্ম্ম করে দুরাশয়। দিন রাত্রিরূপে কালে পরমায়ু হরে। যমপাশে আপন বন্ধন ( ১ ) না স্মঙরে ॥ না কর না কর রাজা কৰ্ম্ম অভিলাষ। মুখে পার হবে যদি ভজ শ্রীনিবাস । শ্রতিমুখমাত্র পুত্রদার মধুভাষা। না কর না কর রাজা ছাড় দুষ্ট আশ ॥ প্রাচীনবরিহি রাজা শুনি এত বাণী । কহিতে লাগিলা কিছু করি ষোড় পাণি। মোর গুরুগণ সৰ্ব্বশাস্ত্রে সুপণ্ডিত । সৰ্ব্ব-বেদতত্ত্ব জ্ঞানে কুল পুরোহিত । তবে কেন তারা মোরে কেলা উপদেশ । হেন বুঝি তারা কিছু না জানে বিশেষ । হেন বুঝি বঞ্চিত কেবল ঋষিগণ । বেদপথে বিমোহিত কৰ্ম্মপরায়ণ ॥ রাজার বচন শুনি ব্ৰহ্মার নন্দন । তত্ত্বউপদেশ তারে দিলা সেইক্ষণ ॥ জীবগতি দরশিয়া কেলা অন্তৰ্দ্ধান। সত্যলোকে চলিলা নারদ মতিমান। প্রাচীনবরিহি রাজা নারদের স্থানে । উপদেশ পেস্ন্যা কৈলা চিত্ত সমাধানে। পুত্ৰগণে কৈলা রাজ্যপদ সমর্পণে । সৰ্ব্বধৰ্ম্ম সৰ্ব্বকৰ্ম্ম তেজে সেইক্ষণে ॥ কৃষ্ণে মন ধরি রাজা গলা তপোবনে । কৃষ্ণ আরাধিল গিয়া কপিল আশ্রমে ॥ ভক্তিভাব করিয়া ভজিল হৃষীকেশ । কৃষ্ণময় হয়্যা কৈল কৃষ্ণে পরবেশ ॥ পুরঞ্জন উপাখ্যান মুকুন-চরিত। ভুবন পবিত্র-কথা শুক-মুখরিত। ( s ) नांठांछब्र,-"बांकरु* ।