পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপনে ঋষভদেব বিষ্ণু অবতার। নিজ ধৰ্ম্ম জগতে করিল পরচার । শত যজ্ঞ করিয়া ভঙ্গিল নারায়ণে । সৰ্ব্বকালে সৰ্ব্বমুখ দিল সৰ্ব্বজনে ॥ শিখাল্য সকল লোকে ভক্তি উপদেশ । ভক্তিযোগ কহি লোকে বুঝাল্য বিশেষ । নরদেহে কামভোগ উচিত না হয়ে । কামভোগী নারকীরে নরক মিলয়ে । কৃষ্ণভক্তি সাধিব মানুষ দেহ ধরি। অস্তর শোধিব ব্ৰহ্মমুখ অধিকারী। ভকত জনের সেবা মুকতি দুয়ার । তিরিসঙ্গী সঙ্গ হৈলে নরক সঞ্চার। শাস্ত সমচিত্ত সৰ্ব্বভূত-হিতকারী । সেই সে ভকত জন জানিব বিচারি ॥ আমাতে পারিতি যেবা করে দৃঢ়মনে । আমি ইষ্ট বন্ধু তার আমি প্রিয়জনে ॥ আহার শৃঙ্গার যার সতত বাসনা । তার সঙ্গে পরিতি না করে যেই জনা ॥ স্বত দার রিপু বিত্ত গৃহে দৃঢ় মতি। তার সঙ্গে যার নহে কবহু পারিতি ॥ প্রযোজন অবধি তাহার সঙ্গ করে। সেই জনে জান সাধু বিষ্ণুকলেবরে। দেহের পরিতি হেতু যে যে কৰ্ম্ম করি। সেই সেই ৰিকৰ্ম্ম বুঝিহ অবধারি । পুন:পুন: দেহবন্ধ হয় যাহা সনে । সেই সেই বিকৰ্ম্ম বুঝিব অনুমানে ॥ তত্ত্বজ্ঞান যাবৎ জিজ্ঞাসা নাহি করে । গতাগত দুঃখ তার তাবৎ না ছাড়ে ॥ যাবৎ জীবের কৰ্ম্ম করি দৃঢ় মন । তাবৎ না ঘুচে তার শরীরবন্ধন ॥ যাবৎ আমার সঙ্গে প্রেম নাহি হয় । তাবৎ না ঘুচে তার এ ঘোর সংশয় ॥ প্রকৃতি পুরুষ সহে শরীর বন্ধন । এই বোল বুঝিয়া তেজয়ে বুধজন। মুত বিত্ত গৃহে দারে না করি পরিতি। যার সঙ্গে ভববন্ধে হয় দৃঢ় মতি ॥ হরিগুরুচরণে ভকতি হয় যার । বিষয়ে বৈরাগ্য হয়ে ভবে হয় পার । সতত ভকত সঙ্গে হরিকথা কহে । হরিগুণ কীৰ্ত্তনে সাধুর সঙ্গে রহে ॥ দেহ গেহে লহে যার প্রেম অন্ত্রবন্ধ । এ সব জনের কন্তু নহে ভবদ্ধ। শ্ৰীকৃষ্ণ-প্ৰেমত্তরঙ্গিণী २8१ গুরু ছৈলে শিষ্যে করে তত্ত্ব উপদেশ। বুঝtহ সকল ধৰ্ম্ম করিয়া বিশেষ ॥ সহজে সকল লোক কৰ্ম্মপথে চলে । গুরু হৈলে কৰ্ম্ম উপদেশ নাহি বলে । মুখলেশ হেতু জন্তু নানা কৰ্ম্ম করে। পরিণামে দুঃখ লভে দেখিযে বি১ারে। দুঃখময় কৰ্ম্ম নাহি মুঢ় জলে জানে । আপনে জানিএ গুরু ছাড়ায় যতনে ॥ গুরু নহে পিতা নহুে নহে বন্ধু জন। মাতা নহে পতি নহুে নহে দেবগণ ॥ যদি খণ্ডাইতে নারে মরণ সংশয় ( ১ ) । কিবা গুরু কিবা পতি কেহ কারো নয় । চরাচর জীব শ্রেষ্ঠ বাথে জীব বৈসে । জানিব তাহাতে শ্রেষ্ঠ যাথে জ্ঞান আছে। তাহাতে জানিব শ্রেষ্ঠ মানুষ জনম । বুঝিব তাহাতে শ্রেষ্ঠ সুর সিদ্ধগণ ॥ তাহার প্রধান জান মুনি যোগেশ্বর। তাহার প্রধান হয় হর মহেশ্বর ॥ তাহার প্রধান হয় ব্ৰহ্মা প্রজাপতি । সভার প্রধান আমি বিষ্ণু মুরপতি । আমার প্রধান হয় দ্বিজকলেবর । ব্রাহ্মণপ্রসাদে আমি বিষ্ণু স্বরেশ্বর। ব্রাহ্মণের মুখে আমি করিয়ে ভোজন। ব্ৰাহ্মণপ্রসাদে স্বষ্টি করিয়ে পালন ॥ ব্রাহ্মণ পূজিহ ভক্তি করিহ ব্ৰাহ্মণে । প্রণাম করিহ দ্বিল্প-বৈষ্ণব চরণে ॥ সেই সে আমার পূজা ভক্তি আরাধন। বুঝিয়া ভজিহ দ্বিজ-বৈষ্ণব-চরণ ॥ এইরূপে নানা ধৰ্ম্ম লোক শিক্ষা করি । স্থাপিল ভরতে রাজ্য অভিষেক করি ॥ শতেক পুত্রের জ্যেষ্ঠ ভরত কুমার। তার তরে দিল রাজা রা য অধিকার ॥ আপনে ঋষভদেব ধরি মুনিবেশ । বৃক্ষহুল পরিলা পিঙ্গল ৬টা কেশ । যেন উনমত অবধূত দ্বরাচার । লোকধৰ্ম্ম ৰেদপথ তেঞ্জিল আচার ॥ শেী১ আ১মন স্নান তেজিল বলন। যেন অন্ধ বধির করয়ে পৰ্য্যটন ॥ বিষ্ঠামূত্র লেপিত ধূসর কলেবরে। আপনে ঈশ্বর হৈয়া হেন কৰ্ম্ম করে। (১) পাঠান্তর,—“মৃত্যুযমভয়" মনের সংশয়"।