পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는te তথাপি কিঞ্চিৎ ক্রোধ উঠিল হৃদয় । রজোগুণে ছিল কিছু মতিবিপৰ্য্যয় ॥ ব্রাহ্মণেরে তবে রাজা বলে কোন বাণী । ভাল ভাল অহো ভাই আমি ভালে জানি । না ধর বিস্তর বল নহ অতি স্থল। একেশ্বর দোলা বহি আন এত দূর ॥ এত পরিশ্রম পাইলে নহ বক্রকায় । বুদ্ধকালে এত দুঃখ করিতে না জুয়ায়। এত উপালম্ভ যদি কৈল নরেশ্বর। নিশবদে দোলা বহে লা দিল উত্তর ॥ মুখ দুঃখে নাহি তার চিত্তে অবধান । অসত্য শরীরে তার নহে বস্তু জ্ঞান ॥ সেইরূপে দোলা বহে ব্ৰাহ্মণকুমার । মুসারে না চলে দোলা দোলে আরবার। ক্ৰোধ করি রাজা তবে ভচ্ছিল অপার । কাটিয়া ফেলিমু আরে দুষ্ট দ্বরাচার ॥ যদ্যপি না দোলা বহু হয়ে সাবধানে । তবে আজি মোর হাথে না জীবে পরাণে ॥ রাজার বচনে তার (১) নাহি অবধান । কার দোলা বহে কেবা করে অপমান ॥ রহুগণ রাজা যায় তত্ত্ব সাধিবারে । যুগতি চিস্তিল মনে ব্রাহ্মণকুমারে ॥ তত্ত্ব পদ সাধিতে রাজায় আগমন । বুঝিয়া করিব আমি কুমতি খণ্ডন ॥ সাধুজনে কপট উচিত নাহি হয় । কথাচ্ছলে করিব আপন পরিচয় ॥ সত্য সত্য যে কিছু কহিল নরপতি । অজ্ঞান জনের হয় এ সব কুমতি ॥ কেবা রাজা কিবা রাজ্য কণর অধিকার । আপনে কে হয় কেবা করে অহঙ্কার ॥ তত্ত্ব না জনিঞা জীব করে অভিযান । শ্রমায় সকল জীবে এক ভগবান ॥ তুমি যে কহিলে রাজা তবে সত্য মানি । যদি তার থাকে তবে ভারী হেন জানি ॥ যদি কেহো যায় হেন থাকে গম্যদেশ । তবে সে তোমার ঘটে বচন বিশেষ ॥ স্থল বলবান তুমি বলিলে কাহারে । এ সব বচল রাজা পণ্ডিতে না বলে ॥ স্থল কৃশ আধি ব্যাধি ক্ষুধা তৃষ্ণ ভয় । ক্রোধ কলি (১) নিদ্রা রতি মদ মান হয় । (১) "তমু”—পাঠান্ডর । (3) কাল, অর্থে-কলহ | ঐীমভাগবত এ সব শরীর-ধৰ্ম্ম দম্ভ অহঙ্কার । আমি দেহ নাহি তাথে কি দায় আমার ॥ জীবন্মত করিয়া বলিলে নরেশ্বর। জীবন্মত আমি নহি কিন্তু কলেবর ॥ জন্মমৃত্যুযুক্ত রাজা সভার শরীরে । জীবন্মত কারে তুমি বল মহাবীর । যে তুমি কহিলে আজ্ঞা লজিস আমার । তার কথা কহি কিছু সাক্ষাতে তোমার। যদি স্বামী স্বাম্যভাৰ হয় স্বনিশ্চিত । তবে সে এ সব বাণী বলিতে উচিত। যদি রাজা-ভৃত্যভাব থাকয়ে বিশেষ । তবে সে এ সব বাণী করি উপদেশ ॥ তুমি সত্য রাজা নহ আমি নহি ভৃত্য। অভিমানে যত বল সকল অনিত্য । দও করি শিখাইব যে তুমি বলিলে। সেই বাক্য নিরর্থক আমারে না ফলে । আমি জড় উন্মত্ত অজড় ব্ৰহ্মময় । তুমি শিখাইলে কি শিখিব অতিশয় ॥ যদি আমি মত্ত স্তব্ধ এই হয় দড়। তবে তুমি কেন আর ব্যর্থ শিক্ষা কর । পিঠালী পিষিলে তাথে কোন প্রয়োজন । তবে নিশবদে দোলা বহিল ব্রাহ্মণ ॥ ভোগে বিপ্রকরে দেহ হেতু কৰ্ম্মক্ষয় । পুনরপি রাজদোলা বহে মহাশয় ॥ তবে সিন্ধুপতি রাজা হরষিত চিত্তে । শ্রদ্ধাযুক্ত হয়্যা যায় তত্ত্ব জিজ্ঞাসিতে ॥ সৰ্ব্বযোগ শাস্ত্রসার ব্রাহ্মণবচন । শুনিলে হৃদয়-গ্রন্থি অবিদ্যা খণ্ডল । তুরিতে নামিঞা রাজা পড়িল চরণে । নিজ অপরাধ তবে খণ্ডায় ব্রাহ্মণে ॥ রাজ-অভিমান তেজি বলে কোন বাণী । কে তুমি কিরূপে ভ্রম কহ দ্বিজমণি ॥ গৃঢ়ৰূপে ভ্রম তুমি ব্রহ্মস্থ এ ধর । অবধূত বেশে কোথা চল কোথা ঘর। কিবা মোর কুশল কারণে আগমন। হেন বুঝি সাক্ষাতে কপিল তপোধন ॥ শঙ্করের ত্রিশূল যমের যমদণ্ডে । তেন শঙ্কা নাহি অর্ক বহ্নি পরচণ্ডে ॥ তেন শঙ্কা নাহি মোর ইন্দ্রের কুলিশে । যত বড় বিপ্র-অবজ্ঞান শঙ্কা ৰৈলে ৷ কেবা তুমি জড়বৎ নিগৃঢ়চরিত । অনন্ত মহিমা সৰ্ব্বসঙ্গ-বিবর্জিত ॥