পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী ૨૭& তে-কারণে লঞ। যাই যমবিদ্যমানে। যমদণ্ড হৈলে দ্বিজ পাবে পরিত্রাণে ॥ এতেক বচন শুনি শ্ৰীহরিকিঙ্কর। যমদূতে তবে তারা দিলেন উত্তর ॥ হরি হরি°এত বড় দেখিল প্রমাদ । ধৰ্ম্মরাজ হঞা করে এত অপরাধ । আদণ্ড্যে দণ্ডয়ে পুণ্যলোকে পাপ ধরে। ধৰ্ম্মরাজ হঞা হেন দুষ্ট কৰ্ম্ম করে । সকল লোকের পিতা শুরু হিতকারী। সে যদি কুচ্ছিত ( ১ ) করে কারে ভাল বলি। কাহাতে শরণ পশি এ লোক তরিব । কাহা (হতে ধৰ্ম্মাধৰ্ম্ম সংসারে জানিব ॥ মহাজনে যে যে কৰ্ম্ম করয়ে আচার । সেই অনুসারে অন্যে করয়ে বেভার ॥ পশুমতি আপনে না জানে ভাল মন্দ । দেখিয়া শ্রেম্ভেব কৰ্ম্ম করে অনুবন্ধ ॥ পাপ পুণ্যে যদি নাহি যমেব বিচার । সৰ্ব্বলোকে তবে এই রচিল আচার ॥ এ ব্রাহ্মণে কৈল কোটি জন্ম পাপ ক্ষয়। হরিনাম মুখে হৈল যখনে উদয় ॥ সৰ্ব্বপাপ প্রায়শ্চিত্ত হৈল সেইক্ষণে । নারায়ণ আয় বলি বলিল যখনে ॥ মিএদ্রোহী গুরুদ্রোহী স্বর্ণ অপহারী । নাণী-রাজ পিতৃঘাতী হরে গুরুনারী ॥ স্বরাপান গোবধ যতেক পাপ করে। হরি নাম উচ্চারিলে সপপাপ হরে ॥ সৰ্ব্বপাপ প্রাযশ্চিত্ত বেদে যত কহে । কৃচ্ছ, চান্দ্রায়ণ আদি যত দুঃখ সহে ॥ তমু তার তেনৰূপ নহে পাপ ক্ষয় । ( ২ ) হরি নামে যেরূপে পাতক নাশ হয় । প্রায়শ্চিত্তে পাপ হরে শুদ্ধ নহে মন । পুনরপি পাপে চিত্ত ধায় তেকারণ ॥ সৰ্ব্বপাপ খণ্ডাত্যে যাহার মনে লয় । হরিগুণ গান করি সুধিব আশয় ॥ এ ব্রাহ্মণ সৰ্ব্ব পাপ পায়শ্চিত্ত কৈল । মরণ সমরে করি নাম উচ্চারিল ॥ ছড়ি ছড়ি আরে দূত খসাহ বন্ধন । আশেষ ছুরিত বিপ্র কৈল বিমোচন । ( ১ ) পাঠাস্তব,– বিরূপ।" (২) তাহা হইতে তাবতে নহে পাপ ক্ষয় ।”—পাঠাস্তুর। రి8 সঙ্কেতে বা পরিহাসে বোলে একবার। হেলায় করয়ে যেবা গোবিন্দ উচ্চার। স্বধৰ্ম্মবিহীন কিংবা স্বাশ্রমপতিত । অশেষ পাতকযুক্ত সস্তাপে তাপিত। হরি হেন শবদ বোলয়ে একবার । তবে ত নরকবাস না হয় তাহার ॥ গুরু লঘু পাপ পুণ্য করিয়া বিচার। করয়ে পণ্ডিত জনে পাপপ্রতিকার ॥ তাহা হৈতে হয় সব ছুরিত খণ্ডন। অধৰ্ম্ম জনিত নহে হৃদয় শোধন ॥ যত যত প্রায়শ্চিত্ত বেদ মুখে কহে । বিণে হরি ভজিলে হৃদয় শুদ্ধ নহে ॥ অজ্ঞানে বা জ্ঞানে কবে হরিসংকীৰ্ত্তন। সেইক্ষণে করে সব ছুরিত দহন । অগ্নির কণায় যেন দহে কাষ্ঠচয় । এক হরিনামে মহা পাপরাশি দয় ॥ না জানিএ করে যদি ওষধ ভক্ষণ । তমু তার গুণে হয় বোগ-নিবারণ ॥ হরিনাম এইরূপ সৰ্ব্ব ধৰ্ম্মসার। তোরা সব না জানিস দুষ্ট দুরাচার । এতেক বচন বলি পারিষদগণ । ব্রাহ্মণের কৈল যমপাশ-বিমোচন ॥ অপমান পেয়ে তিন ঘমের কিঙ্কর। সকল কহিল গিয়ে যমের গোচর। অজামিল যমদণ্ডে পাঞা প্রতিকার । চিস্তিতে লাগিল বিপ্ৰ দেখি চমৎকার ॥ প্রণাম করিয়া কৃষ্ণ কিঙ্করচরণে । কি বোল বলিব দ্বিজ চিস্তে মনে মনে ॥ হেনকালে তারা সব কৈল অস্তদ্ধান । আপনার চিত্তে দ্বিজ করে অম্বুমান। শুনিল বৈষ্ণব ধৰ্ম্ম বৈষ্ণববদনে । পরম বৈষ্ণব সঙ্গে হৈল দরশনে ॥ সেইক্ষণে হৈল হরিভক্তি উপাদান । পূৰ্ব্বদোষে চিস্তি দ্বিজ করে অম্বুমান ॥ মুঞি ছার অধম পাপিষ্ঠ দ্বরাচার। আপনেই সৰ্ব্বনাশ কৈলু আপনার ॥ মোর কুলে কলঙ্ক রহিল এত বড় । বৃষলীর সঙ্গে মোর মজিল সকল । সতী কুলবতী নাবী আপনার তেজো । অসতী মদ্যপনারী দাসী-অঙ্গ ভজে। বৃদ্ধ পিতা মাতা মোর অনাথ দুঃখিত । তথ্যসভা তেজিলু মুঞি হেন দুঃচিত্ত ।