পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ এতেক দেখিয়া ব্ৰহ্ম-আদি দেবগণ । আলি হনুমানে সুস্থ করিলা তখন । জরামৃত্যুবিবর্জিত বর কৈলা দান। রহিত-অশেষ-ত্রাস শ্রীল হনুমান । ব্রহ্মচৰ্য্যনিষ্ঠ সঙ্গ শাস্ত্র-তত্ত্বজ্ঞাত । মহাকবি মহাবীর মহাযুদ্ধদাতা ॥ দান-ধৰ্ম্ম-যুদ্ধ'পরে বীরত্বকারক। ঐরঘুপতির অসাধারণ সেবক ॥ প্রভুর আজ্ঞায় সীতা-উদ্দেশ-কারণ। ছেলায় লঙ্ঘিলা সিন্ধু শতেক-যোজন । রাবণপুরেতে সীতা মুদুঃখিত-মন। পবননন্দন তারে কৈলা আশ্বাসন। বৈরি-রাষণাদি-রাক্ষসের সন্তজাক । লঙ্কাদাহকারী আর দুর্গপ্রভঞ্জক। লইয়ালী তার বার্তা ঐরামে কহিলা । তাহে গাঢ় আলিঙ্গন প্রভুর পাইলা ॥ কিষ্কিন্ধ হইতে সিন্ধুতীর-আগমনে। পৃষ্ঠে করি রামচন্দ্রে করিল বহনে ৷ স্বর্ষের আতপ পুচ্ছে কৈল আচ্ছাদন। শ্বেত-ছত্ৰ-মত অতি হইল শোভন ॥ মহাপৃষ্ঠ মুখময় আসন সমান। অগ্রগামী সেতুবন্ধক্রিয়-বিদ্যমান। রঘুনাথপাদপদ্মে আনি বিভীষণে । মিলাইলা বর্ণিয় তাহার ওপগণে ॥ রাক্ষসগণের বল-বিনাশকারক । যবে যুদ্ধরজনীতে হইল দুঃশক । রাবণের অমোঘ শূলেতে শ্ৰীলক্ষ্মণ । ব্ৰহ্মবাক্য-সত্য-লাগি হইলা মোহন ॥ সুষেণ-বৈদ্যের বাক্যে স্বয়ং হনুমান । ছয়মাসের পথ সে করিলা প্রস্থান । গিয়া গন্ধমাদনে—গন্ধৰ্ব্বে করি জয় । মারিলেন কালনেমি রাক্ষস দুর্জয় ॥ উপাড়িয়া পৰ্ব্বতে আনিলা শিরে করি । বিশল্যকরণী হুৈল প্রাপ্ত তার'পরি। তাহাতে পাইলা প্রাণ ঠাকুর লক্ষ্মণ । নিজস্থানে গিরি পুন করিলা স্থাপন ॥ হর্ষদাতা রামচন্দ্র-লক্ষ্মণ-সহিত । ইন্দ্ৰজিতবধে হৈল বাছন শোভিত । লক্ষ্মণদেবের জয় কৈলা সম্পাদন । মহাবুদ্ধি-পরাক্রম সংকীৰ্ত্তিবৰ্ধন। ইজজিত-রাবণাদি অতি বলবান। তাছাদের বধে কৈলা মন্ত্রপাগ্ৰদান ॥ শ্ৰীমদ্ভাগবত রাবণবিনাশকারি-তীরঘুনাথের। বাঢ়াইলা সাধুকীর্তি মধ্যে.ক্সিলোকের। রাবণবধের কথা কহিয়া গীতারে । আনিলেন ঐরামের নিকটে তাহারে । তাহাতে শ্ৰীগীতাদেবী অত্যন্ত ছধিতা । - হইলেন হনুমান-উপরে নিশ্চিত ॥ অযোধ্যায় রামচন্দ্র হইলে ভূপতি। পাইলেন প্রসন্নতা সমূহ মুমতি ॥ জানকী দিলেন আপনার কণ্ঠহার। নিশ্চলা-বিশুদ্ধভক্তি পাইলেন আর । আপন প্রভুর আজ্ঞা করিয়া গ্রহণ । কিংপুরুষবর্ষে করিলেন নিরসন ॥ প্রভুর বিরহ নাহি পারে সহিবারে । তথাপি প্রভুর ভাঙ্গায় রহে তথাকারে । আষ্টি সেন-আদি কিংপুরুষাচাৰ্য্য যত। রামচন্দ্র-গুণ-লীলা গায় অবিরত ! তাহাদের মুখে শুনি স্বয়ং করি গান। ধারণ করেন অতি কষ্টে নিজপ্রাণ ৷ শ্রীরামচন্দ্রের মূৰ্ত্তি আছে সেই স্থান । সতত করেন তার সেবার বিধান। পূৰ্ব্বমত আছেন নিকটে শোভমান। প্রসিদ্ধ আছয়ে ধার দাস্তে হনুমান ॥ তথাছি— ঐবিষ্ণে: শ্রবণে পরীক্ষিদভৰদবৈয়াসকি: কীর্তনে, প্রহ্লাদ: স্মরণে তদজি ভজনে লক্ষ্মী পৃষ্ণু পুজনে । অকুরত্বভিবনে কপিপতিদান্তের্থ সখ্যেহর্জন, সৰ্ব্বস্বাত্মনিবেদনে বলিরভুদ্ধভক্তি: কথং বর্ণাতে ॥•• ইহাতে প্রসিদ্ধ যার আছয়ে মহিমা। অতএব দেখ তারে কৃষ্ণকৃপালীমা ॥ আপন প্রষত্ব ৰিনা লব্ধ-মুক্তি-আশ । না করিলা বিনা বিষ্ণুদাস্ত-অভিলাষ। ভক্তিময়-দেহ-পরিপূর্ণ গুণগ্রাম। সেই হনুমানে আমি করিয়ে প্রণাম ॥ জামা হৈতে অদ্ভুক্ত মাহাত্ম্য বহুতর। জানেন তাহার লে আপনি মুনিৰয় । অতএব কিংপুঙ্কৰে করিয়া গমন । আমোদ পাইবে তীরে করিলে দর্শন। . এত শুনি "অহো ভদ্র অহো ভদ্র’ বলি। আসন হইতে মূমি আল্যে উৰ্দ্ধস্থলী। আকাশমার্গেতে তবে করিলা গমন । উপস্থিত কিংপুঞ্জববর্ষেতে তখন ॥