পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سط۹& আরে আরে হয়গ্ৰীব বিমূৰ্দ্ধ সম্বর। শতৰাহু ত্রিনয়ন নমুচি ইম্বল । অামার বচন তোরা শুন সাবধানে । আজ্ঞা লক্ষ্যা শেষে কৰ্ম্ম করিবে যতনে। অল্পজাতি দেবগণ কপটে প্রখর । কপটে মারিল মোর ভাই সহোদর। কপট চতুর কৃষ্ণ নানা মায়া জানে । গোপতে সভার চিত্তে থাকে সাবধানে । কপটে ধরিয়া হরি বরাহ মুরতি। মারিল আমার ভাই অতুলশকতি ॥ হৃদয় বিন্ধিব তার মোর এ ত্ৰিশূলে। ভাইর তপণ তবে করিব রুধিরে । সকল দেবের মুল দুষ্ট নারায়ণ । তাছাকে মারিলে মরে সর্ব দেবগণ ॥ এই সে উপায়ে কৃষ্ণে করাব নিধন। কাটিব গাছে সে কিবা ডালে প্রয়োজন । ধরণীমণ্ডলে তোরা শীঘ্ৰগতি চল । তপ যজ্ঞ দান ব্ৰত গো ব্রাহ্মণ মার । ষে যে দেশে গো ব্রাহ্মণ স্বধৰ্ম্ম আচার । লে লে দেশ লুটিয়া পোড়াহ বাব বার ॥ ধৰ্ম্মমূল কৃষ্ণ দেব-দ্বিজ-পরায়ণ । এ সব মারিলে জেনো মরে নারায়ণ ॥ রাজার বচন শিরে ধরি দৈত্যগণে । আসিয়া পৃথিবীতল কৈল পৰ্য্যটনে ॥ গে। ব্রাহ্মণ মারিল ভাঙ্গিল পুরগ্রাম। কাটিয়া প্রাচীর পুর কৈল খানখান ॥ কাটিল ফলিত বৃক্ষ ভাঙ্গিল নগর। লুটিয়া পুচিয়া লোক নাশিল সকল। স্বর্গমর্ত্য পোড়াস্থ্যা লুটিয়া ছন্ন কৈল । দান ব্ৰত তপ যজ্ঞ সকলি নাশিল । দেবগণ নররূপ ধরিয়া গোপতে । পৃথিৰী ভ্রময়ে তারা হঞা অলক্ষিতে ॥ ছিরণ্যকশিপু রাজা চিন্তি মনে মনে। প্রাতৃপরলোকৰ্ম্ম করিল বিধানে ॥ ৰন্ধুগণ দিতি মাতা শোকেতে ব্যাকুলি। ত+সভা প্রবোধে রাজা তত্ত্ব কথা বলি । না করিহ শোক মাতা শুন বন্ধুগণ। পুত্রদার সংযোগ জানিহ অকারণ ॥ জলছত্রে লোক যেন মিলে এক ঠাঞি । কোন দিগে কেৰা চলে উদেশ না পাই ॥ এইরূপ স্বভদ্বার জানিহ সংযোগ । না জানিঞা অকারণে করে দুঃখ শোক । শ্ৰীমদ্ভাগৰত निष्ठा ब्रिव्रअन छौब स्ऽछ जसू• ग्न । মায়ায় শরীর ধরে মায়ায় তেজয় ॥ তরুগণ কাপে যেন জলের কম্পনে । পৃথিবী ভ্রময়ে যেন আঁখির ভ্রমণে ॥ এইরূপ মায়ায় চঞ্চল মন যার। মনের ভরমে দেখে জীবের সংসার ॥ সংযোগ বিয়োগ শোক জনম বিনাশ । এ সৰ জানিহ মাতা কৰ্ম্মের বিলাস । করিয়া বিবিধ কৰ্ম্ম বিবিধ প্রকারে। স্বখ দুঃখ শোক মোহ পায় নিরস্তরে। কহিব তোমারে মাতা পুরুব কথন। বম রাজা যে কহিলা প্রবোধ বচন । আছিল স্বযজ্ঞ নামে রাজা উশানরে । রিপুগণে সে রাজারে মারিল সমরে। আছিল যতেক তার পাত্র মিত্ৰগণ । রাজারে বেঢ়িয়া তারা করয়ে ক্ৰন্দন ॥ নারীগণে নানারূপে করয়ে বিলাপ। শিরে কল্প হানিয় করয়ে কুচঘাত। বিবিধ বিলাপ করে করুণ রোদনে । রাজার শরীর ধরি রাখিল যতনে। পোড়াইতে না দিল রাজার কলেবর। রাত্রি পরবেশ অস্ত গেল দিনকর ॥ আপনে বালক হই যম ধৰ্ম্মরাজে ; আসিয়া কহিল সেই নারীর সমাঝে । তুমি-সৰ আমা হৈতে বয়সেতে বড়। তোমা সভা ঠাঞি মোর বুদ্ধি কত দঢ় ॥ ( ১ ) দেখিয়া শুনিয়! শোক কর আকরণ । যথা হৈতে আইলে তার তথায় গমন ॥ জনক জননী মোর মৈল বিদ্যমানে। তাহাতে আমার শোক নাহি অকারণে ॥ ব্যান্ত্ৰে নাহি খায় আমা হস্তিতে না মারে । সেই রাখে যে রাখিল গর্ভের ভিতরে। জগৎ স্বজয়ে প্রভু পালয়ে সংহারে । আপন ইচ্ছায়ে তার যখন যা করে। প্রভু যাহা করিবে তা কে করিবে আন । এ বোল বুঝিয়া চিত্তে কর সমাধান ॥ দৈবে যাহা রাখে তাহ পথে না হারায় । দৈবে না রাখিলে ৰপ্ত ঘরে নাশ যায় ॥ - ,השזלזו" ( x ) “তুমি সব জাম হৈতে বয়সে আগল । তোমা সব চাহি আমি বুদ্ধি কত বড়।”